U19 World Cup: রাবাডার ১০ বছর আগের রেকর্ড ভাঙা টম স্ট্র্যাকারকে আটকাতে তৈরি মুশির-উদয়রা

Tom Straker: যুব বিশ্বকাপে সেমিফাইনালের আগে সেই অর্থে দাগ কাটতে পারেননি অস্ট্রেলিয়ার পেসার টম স্ট্র্যাকার। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ২টি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ এবং নামিবিয়ার বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস সেমিফাইনালে তিনি জ্বলে ওঠায় তাঁর জন্য হয়তো ছক সাজানো শুরু করে দিয়েছে ভারতীয় শিবির।

U19 World Cup: রাবাডার ১০ বছর আগের রেকর্ড ভাঙা টম স্ট্র্যাকারকে আটকাতে তৈরি মুশির-উদয়রা
U19 World Cup: রাবাডার রেকর্ড ভাঙা টম স্ট্র্যাকারকে আটকাতে তৈরি মুশির-উদয়রা
Follow Us:
| Updated on: Feb 09, 2024 | 6:50 PM

কলকাতা: যুব বিশ্বকাপে (U19 World Cup) ট্রফির শেষ লড়াই রবিবার। তার আগে থেকেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা প্রার্থনা করছেন, বড়দের বিশ্বকাপ ফাইনালের যেন পুনরাবৃত্তি না হয় ছোটদের বিশ্বকাপ ফাইনালে। অনবদ্য পারফর্ম করতে করতে ছোটদের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে উদয় সাহারানের টিম। রবিবার ভারত-পাক (India vs Pakistan) মেগা ম্যাচ দেখা যেত। যদি অজিরা রুদ্ধশ্বাস সেমিফাইনাল উপহার দিতে না পারত। পাকিস্তানকে সেমিফাইনালের মতো ম্যাচে ১৭৯ রানে আটকে দেওয়ার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে অস্ট্রেলিয়ান পেসার টম স্ট্র্যাকারের। একাই তিনি ৬ উইকেট নেন পাকিস্তানের। শেষ অবধি ১ উউকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট মুঠোয় ভরে অজিরা। তারপর থেকে ইন্টারনেটে খোঁজ চলছে টম স্ট্র্যাকারের (Tom Straker)। আসুন পরিচয় করিয়ে দেওয়া যাক ১৮ বছর বয়সী এই অজি ক্রিকেটারের সঙ্গে।

যুব বিশ্বকাপে সেমিফাইনালের আগে সেই অর্থে দাগ কাটতে পারেননি অস্ট্রেলিয়ার পেসার টম স্ট্র্যাকার। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ২টি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ এবং নামিবিয়ার বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস সেমিফাইনালে তিনি জ্বলে ওঠায় তাঁর জন্য হয়তো ছক সাজানো শুরু করে দিয়েছে ভারতীয় শিবির। মুশির খান, উদয় সাহারানরা ফাইনালে টম স্ট্র্যাকারকে আটকানোর উপায় হয়তো খুঁজে বের করে ফেলেছেন।

টম স্ট্র্যাকার যুব বিশ্বকাপের সেমিফাইনালে এক রেকর্ড নিজের নামে করেছেন। ১০ বছর আগে প্রোটিয়া রাইজিং স্টার কাগিসো রাবাডার গড়া রেকর্ড ভেঙেছেন টম। ২০১৪ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে রাবাডার ৬/২৫-এর পরিসংখ্যান ছিল এতদিন এই টুর্নামেন্টে সেরা। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে টম স্ট্র্যাকার ৬/২৪ এর মাধ্যমে সেই রেকর্ডকে ছাপিয়ে গেলেন। এই অনবদ্য বোলিংয়ের সুবাদে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সেমিফাইনালের সেরার পুরস্কার ঝুলিতে ভরেছেন টম স্ট্র্যাকার।