Babar Azam: দুরন্ত ছয় মেরেও কেন ভয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন বাবর আজম?

PAK vs NZ: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ২২৪ রান। বোলিং করতে নামা পাকিস্তান আবার ওই সময় খবরের শিরোনামে ছিল হ্যারিস রউফের জন্য। হঠাৎ অবসর ঘোষণা করা পেসারের বিরুদ্ধে ফিন অ্যালান এক ওভারে নিয়েছেন ২৭ রান। পর পর মেরেছেন ৬, ৪, ৪, ৬, ৬, ১। তাতেও খেলা থেকে সরে যায়নি পাকিস্তান। বরং বাবর ব্যাট করতে নেমে ৩৭ বলে ৫৮ করে ম্যাচে রাখার চেষ্টা করেছিলেন টিমকে।

Babar Azam: দুরন্ত ছয় মেরেও কেন ভয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন বাবর আজম?
Babar Azam: দুরন্ত ছয় মেরেও কেন ভয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন বাবর আজম?Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2024 | 2:46 PM

কলকাতা: খারাপ সময় থেকে কিছুটা বেরিয়ে এসেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফের হারতে হয়েছে পাকিস্তানকে। কিন্তু বাবর আজম আবার সুপারহিট। এই ম্যাচেও করেছেন হাফসেঞ্চুরি। এই টানা তিন ম্যাচে তিনটে হাফসেঞ্চুরি করলেন তিনি। বিশ্বকাপের সময় থেকেই ব্যাটে রান ছিল না। অস্ট্রেলিয়া সফরেও রান পাননি। এ নিয়ে কথা উড়ছিল না। সে সব থামিয়ে দিয়েছে প্রাক্তন পাক নেতার চওড়া ব্যাট। বাবর আজম (Babar Azam) সাধারণত ছয়ের জন্য বিখ্যাত নন। আগ্রাসনের বদলে তিনি বরং ভরসা দেওয়ার রাস্তাতেই হাঁটতে ভালোবাসেন। সেই বাবর কিনা ছয় মেরেও ভয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন ডুনেডিনে! কী এমন ঘটল?

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ২২৪ রান। বোলিং করতে নামা পাকিস্তান আবার ওই সময় খবরের শিরোনামে ছিল হ্যারিস রউফের জন্য। হঠাৎ অবসর ঘোষণা করা পেসারের বিরুদ্ধে ফিন অ্যালান এক ওভারে নিয়েছেন ২৭ রান। পর পর মেরেছেন ৬, ৪, ৪, ৬, ৬, ১। তাতেও খেলা থেকে সরে যায়নি পাকিস্তান। বরং বাবর ব্যাট করতে নেমে ৩৭ বলে ৫৮ করে ম্যাচে রাখার চেষ্টা করেছিলেন টিমকে। মেরেছেন ৮টা চার। কিন্তু বাবর একটা ছয় মারতে গিয়েই পড়েছেন মুশকিলে। বলা উচিত রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন। প্রথম তিনটে ম্যাচ হেরে সিরিজ খোয়ালেও বাবর ট্রেন্ডিংয়ে রয়েছেন।

ডুনেডিন স্টেডিয়ামে ঘাসের গ্যালারি রয়েছে। সে দিকেই একটা ছয় মারেন বাবর। কিন্তু সেই বল উড়ে গিয়ে মাথায় লাগে এক সমর্থকের। বাবরের ছয়ের ধাক্কায় মাটিতে আছড়ে পড়েন ওই ক্রিকেট ভক্ত। যা দেখে রীতিমতো ভয় পেয়ে যান বাবর। বেশ কিছুক্ষণ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। পাকিস্তানি ব্যাটার যে ভয় পেয়ে গিয়েছিলেন, সন্দেহ নেই। ম্যাচের পর ওই সমর্থকের খোঁজও নিয়েছিলেন বাবর।