Bangladesh Cricket : এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের, ডাক পেলেন তামিম
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পূর্ব ঘোষণা মতোই দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
ঢাকা : একদিন আগেই এশিয়া কাপ (Asia Cup 2023) ও ওডিআই বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকে ক্যাপ্টেন নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষণার ২৪ ঘণ্টা ফুরনোর অনেক আগেই এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বিসিবি। ১৭ সদস্যের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লা রিয়াধ সুযোগ পাবেন কি না তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। তিনি যে এশিয়া কাপে সুযোগ পাচ্ছেন না তা ধরে নেওয়াই হয়েছিল। অনুমান সত্যি হল কারণ ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা মেলেনি রিয়াধের। এশিয়া কাপে ডাক পেয়েছেন অনূর্ধ্ব ১৯ টিমের ক্রিকেটার তানজিদ হাসান তামিম। সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম করেন। তারই সুফল পেলেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নেতৃত্ব আগেই ছেড়েছিলেন। চোটের কারণে এশিয়া কাপে খেলছেন না প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তাঁর ছেড়ে যাওয়া জুতোয় পা গলাচ্ছেন সাকিব আল হাসান। এই স্টার অলরাউন্ডারের নেতৃত্বে এশিয়া কাপ ট্রফির লক্ষ্যে ঝাঁপাবে বাংলাদেশ। ৩১ অগস্ট থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানে যৌথভাবে শুরু হচ্ছে এশিয়া কাপ। গত বছর এশিয়া কাপে শেষবার বাংলাদেশের হয়ে খেলেছিলেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের এই স্পিন অলরাউন্ডার ছাড়াও এশিয়া কাপে ডাক পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। ওডিআই ফরম্যাটে ডাক পেলেও মাঠে নামা হয়নি শামীম হোসেনের। এশিয়া কাপে ওডিআই অভিষেকের জন্য মুখিয়ে থাকবেন তিনি। গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে যথাক্রমে ক্যান্ডি ও লাহোরে।
বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমূল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।