স্পিনারদের বিরুদ্ধে রুটের দাপটে মজে স্টোকস
চেন্নাই : শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে নজির গড়েছেন ইংল্যান্ড (England)অধিনায়ক জো রুট (Joe Root)। ইংলিশ মিডিয়া থেকে রুটের সতীর্থ, প্রশংসার সুযোগও হাতছাড়া করছেন না কেউই। দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড অল রাউন্ডার বেন স্টোকস (Ben Stokes) যেমন বলছেন, রুটের মতো স্পিনারদের সামলাতে তাঁদের দলের কেউ পারে না। আইপিএলের সৌজন্যে ভারতে রুটের থেকেও জনপ্রিয়তা […]
চেন্নাই : শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে নজির গড়েছেন ইংল্যান্ড (England)অধিনায়ক জো রুট (Joe Root)। ইংলিশ মিডিয়া থেকে রুটের সতীর্থ, প্রশংসার সুযোগও হাতছাড়া করছেন না কেউই। দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড অল রাউন্ডার বেন স্টোকস (Ben Stokes) যেমন বলছেন, রুটের মতো স্পিনারদের সামলাতে তাঁদের দলের কেউ পারে না। আইপিএলের সৌজন্যে ভারতে রুটের থেকেও জনপ্রিয়তা বেশি স্টোকসের। সেই ভারতের মাটিতে দাঁড়িয়েই অধিনায়ককে দরাজ সার্টিফিকেট স্টোকসের।
চেন্নাইতে স্টোকস বলেছেন, ‘ও এখন দুরন্ত ফর্মে আছে। ওকে দেখে সব কিছুই সহজ বলে মনে হচ্ছে। আমার মনে হয় না, ইংল্যান্ড টিমের অর্ধেক ব্যাটসম্যান ওর মতো স্পিন সামলাতে পারবে। সুইপ করার সুযোগ পেলে সেটাকে ছাড়ে না। উল্টো দিক থেকে ওর ব্যাটিং দেখাটাই এক অসাধারণ অভিজ্ঞতা।’
রুটের পাশাপাশি চেন্নাইতে রান এসেছে স্টোকসের ব্যাটেও। শতরানটাও পেতে পারতেন, অল্প কিছু রানের জন্যে সেটা হাত ছাড়া হয়েছে। শেষ পর্যন্ত ৮২ করে শাহবাজ নাদিমের বলে আউট হয়ে ফিরেছেন। সেটা নিয়ে যদিও খুব একটা দুঃখ নেই ইংলিশ অলরাউন্ডারের। বরং চাইছেন তৃতীয় দিন দল যেন আরও একটা ঘন্টা ব্যাটিং করতে পারে। তাহলে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিতে পারবে ইংল্যান্ড