Bengaluru Weather: খাদের কিনারে আরসিবি, বেঙ্গালুরুতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা, কী হবে অঙ্ক?
IPL 2024, RCB vs DC: বেঙ্গালুরুতে বৃষ্টি। শুধু তাই নয় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বৃষ্টি নিয়ে পোস্ট করেছে। কোনও কারণে ম্যাচ না হলে নানা দিক থেকেই ক্ষতি হবে আরসিবির। ম্যাচ ভেস্তে গেলে মাত্র ১ পয়েন্ট পাবে আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। আরসিবির ১০ পয়েন্ট রয়েছে। হবে ১১ পয়েন্ট।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ ল্যাপ। প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় দল হিসেবে রাজস্থান রয়্যালস এক পা ফেলে রেখেছে। এরপর কোন দুটি দল যাবে, নিশ্চিত নয়। জটিল অঙ্কের সামনে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমত, ঘরের মাঠে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিততেই হবে আরসিবিকে। এরপরও কঠিন অঙ্ক। ঘরের মাঠে নামার আগে অন্য চাপে বিরাট কোহলিরা।
বেঙ্গালুরুতে বৃষ্টি। শুধু তাই নয় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বৃষ্টি নিয়ে পোস্ট করেছে। কোনও কারণে ম্যাচ না হলে নানা দিক থেকেই ক্ষতি হবে আরসিবির। ম্যাচ ভেস্তে গেলে মাত্র ১ পয়েন্ট পাবে আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। আরসিবির ১০ পয়েন্ট রয়েছে। হবে ১১ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলেও তাদের প্লে-অফ কোনওমতেই নিশ্চিত নয়।
বিরাট কোহলি কেরিয়ারের ২৫০তম আইপিএল ম্যাচ খেলতে নামবেন। এক ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলছেন বিরাট কোহলি। যা রেকর্ড। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২৫০ ম্যাচ খেলার রেকর্ড আর কারও নেই। বিরাট নিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন। ঘরের মাঠে একদিকে যেমন দিল্লিকে হারানোর লক্ষ্য তেমনই নেট রান রেট বাড়িয়ে নেওয়াও। যদিও আবহাওয়া সেই স্বপ্নে আশঙ্কা তৈরি করছে।