Women’s T20 World Cup 2023: সেমির লড়াইয়ের আগে জোর ধাক্কা, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে হরমনপ্রীত

Women's T20 World Cup Semifinal: সেমিফাইনাল ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত কৌরের খেলা নিয়ে শুরু হয়েছে জোর সংশয়। শেষ মুহূর্তে সেমিফাইনাল (Ind vs Aus Semifinal) থেকে হরমন ছিটকে গেলে নেতৃত্ব দেবেন কে?

Women's T20 World Cup 2023: সেমির লড়াইয়ের আগে জোর ধাক্কা, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে হরমনপ্রীত
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 1:56 PM

কেপটাউন: টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনাল (Women’s T20 World Cup 2023)। ভারত বনাম অস্ট্রেলিয়া সেমির লড়াইয়ের উত্তেজনায় কাঁপছে কেপটাউন। তবে মাঠে বল গড়ানোর আগেই জোর ধাক্কা খেল ভারতীয় শিবির। ম্যাচের আগের দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এবং দলের আরও এক সদস্য পূজা বস্ত্রকার (Pooja Vastrakar)। দু’জনকেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। হরমন এবং পূজার ঠিক কী হয়েছে তা জানা যায়নি। তবে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি আসায় বিষয়টি গুরুতর বলেই মনে হচ্ছে। যে কারণে সেমিফাইনাল ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত কৌরের খেলা নিয়ে শুরু হয়েছে জোর সংশয়। শেষ মুহূর্তে সেমিফাইনাল (Ind vs Aus Semifinal) থেকে হরমন ছিটকে গেলে নেতৃত্ব দেবেন কে?  টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটি উইকেট নিলেও সেমিফাইনাল ম্যাচে দলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞ পূজা বস্ত্রকার। হঠাৎ তৈরি এই পরিস্থিতির সামাল কীভাবে দেবে টিম ইন্ডিয়া? বিস্তারিত TV9 Bangla-য়।

জানা গিয়েছে, সেমিফাইনাল ম্যাচের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হরমনপ্রীত কৌর ও পূজা বস্ত্রকারকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থবোধ করায় সন্ধ্যের দিকে ছেড়ে দেওয়া হয় দু’জনকে। ভারতীয় শিবিরের আশা, সেমিফাইনাল ম্যাচে পাওয়া যাবে দু’জনকেই। বৃহস্পতিবার দুপুরবেলা (দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময়) হরমন ও পূজার শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বিসিসিআইয়ের তরফে। আগে থেকেই ফিটনেস সমস্যায় ভুগছেন দলের বাঁ হাতি স্পিনার রাধা যাদব। তার উপর হরমনপ্রীত, পূজার মতো একাধিক বিশ্বকাপ সেমিফাইনাল খেলার অভিজ্ঞতাসম্পন্ন দুই সদস্য না থাকলে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই ব্যাকফুটে চলে যাবে ভারত।

হরমন একান্তই খেলতে না পারলে সেমিফাইনালে উইমেন ইন ব্লুকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। তাঁর পরিবর্তে মাঠে নামতে পারেন অলরাউন্ডার হারলিন দেওল। গোটা টুর্নামেন্টে তেমন ছন্দে নেই হরমনপ্রীত। চার ম্যাচে তাঁর স্কোর মাত্র ৬৬। তবে বড় ম্যাচে ভালো পারফর্ম করার অতীত রেকর্ড রয়েছে হরমনের। তারকা খচিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন একজনকে ভারতের আজ ভীষণ প্রয়োজন। পূজা বস্ত্রকারের ক্ষেত্রেও একই কথা খাটে। বিশ্বকাপে এখনও পর্যন্ত দুটি উইকেট নিলেও রেণুকা সিং ঠাকুরের পাশাপাশি নতুন বলে কার্যকরী পূজা বস্ত্রকার। সেমিফাইনালের একাদশ তিন পেসার ও তিন স্পিনারে সাজাতে চায় ভারত। বস্ত্রকার ও রাধা খেলতে না পারলে বোলিং কম্বিনেশনে পরিবর্তন আনতে বাধ্য হবে ভারত।