Exclusive: জানেন ইধিকার কিশোরী দেখে কী বলেছিলেন রুক্মিণী?
Idhika Paul: ২০২৪-এর শেষে 'খাদান' ঝড় বয়ে গিয়েছে টলিপাড়ার দর্শকদের মধ্যে। সেই ঘোর কাটতে না কাটতেই এবার ইধিকা নতুন রূপে 'রঘু ডাকাত' ছবিতে। ইতিমধ্যেই তিনি টলিপাড়ার কিশোরী হয়ে উঠেছেন। এই লুকে তাঁকে দেখে কী বলেছিলেন রুক্মিনী মৈত্র জানেন?

তিনি বাংলাদেশের প্রিয়তমা, টলিপাড়ার কিশোরী। ইধিকা পাল, এখন টলিপাড়ার অন্যতম চর্চিত নায়িকা। একের পর এক হিট ছবি তাঁর দখলে। বাংলাদেশ থেকে টলিপাড়া, একের পর এক বিগ বাজেট ছবিতে নায়িকা তিনি। টলিপাড়ার সুপারস্টার দেবের সঙ্গে একের পর এক ছবিতে কাজ। ২০২৪-এর শেষে ‘খাদান’ ঝড় বয়ে গিয়েছে টলিপাড়ার দর্শকদের মধ্যে। সেই ঘোর কাটতে না কাটতেই এবার ইধিকা নতুন রূপে ‘রঘু ডাকাত’ ছবিতে। ইতিমধ্যেই তিনি টলিপাড়ার কিশোরী হয়ে উঠেছেন। এই লুকে তাঁকে দেখে কী বলেছিলেন রুক্মিণী মৈত্র জানেন?
দেখতে দেখতে ১০০ দিন পার ‘খাদান’ ছবির। টলিপাড়ার লক্ষ্মী লাভে এক উল্লেখযোগ্য ছাপ ফেলল দেবের এই ছবি। দর্শক আবারও প্রেক্ষাগৃহে ফিরেছেন। একগুচ্ছ ভাল বাংলা ছবি অপেক্ষায়। যেখানে দাঁড়িয়ে দর্শকদের ছবি দেখার আর্জি জানাতে হচ্ছিল, সেখানে টানা ১০০ দিন দাপটের সঙ্গে পর্দায় রাজত্ব করল দেব-যীশু সেনগুপ্ত জুটি।
তারই সেলিব্রেশনে TV9 বাংলার মুখোমুখি নায়িকা ইধিকা পাল। কথা প্রসঙ্গে কিশোরীকে প্রশ্ন করা হয়, তাঁকে খাদান ছবিতে কিশোরী লুকে দেখে কী বলেছিলেন রুক্মিণী মৈত্র? উত্তরে ইধিকা বললেন, “আমায় জানিয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছে। যতবার দেখা হয় ততবার প্রশংসা করেন।”
কেবল দেবই নয়, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতেও ঝড় তুলছেন নায়িকা। একই সঙ্গে চলছে দুই ছবির কাজ। সদ্য রঘু ডাকাতের প্রথম পর্বের শুট শেষ হয়। এখন দেখার নয়া লুকে কতটা মন জয় করতে চলেছেন ইধিকা।





