Virat Kohli and Sourav Ganguly: সৌরভের না পসন্দ বিরাট, কোহলি ‘মিথ্যেবাদী’; স্টিং অপারেশনে হাঁড়ির খবর ফাঁস চেতনের
Chetan Sharma: জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বন্দ্ব কারও অজানা নয়। বিরাট টি-২০ ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার পর ওডিআই ফরম্যাটের নেতৃত্ব খুইয়েছিলেন। দ্বন্দ্বের সূত্রপাত সেখান থেকেই।
কলকাতা: অচেতন ছিলেন না মোটেও। টনটনে জ্ঞান নিয়েই লুকনো ক্যামেরায় সাংবাদিকের সামনে ভারতীয় ক্রিকেটের হাঁড়ির খবর ফাঁস করে দিলেন বিসিসিআই মুখ্য নির্বাচক চেতন শর্মা (Chetan Sharma)। কিছুদিন আগে বোর্ড তাঁকে তাড়িয়েই দিয়েছিল। ফের জামাই আদর করে বিসিসিআইয়ের মুখ্য নির্বাচকের পদে বসানো হয়। এর পিছনের রহস্য জানা নেই। তবে সেই চেতন শর্মাই বড়সড় অস্বস্তিতে ফেলে দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডকে (BCCI)। আধশোয়া হয়ে আড্ডা মারার ভঙ্গিতে যেসব কথা তিনি উগরেছেন, তাতে কেঁপে গিয়েছে ভারতের ক্রিকেট মহল। বিরাট কোহলিদের চূড়ান্ত ফিটনেসের পিছনের ‘আসল রহস্য’ যেমন ফাঁস করেছেন, তেমনই সৌরভ-বিরাট দ্বন্দ্ব, কোহলি ক্যাপ্টেন্সি বিতর্ক নিয়ে বিস্ফোরক কথা শোনা গিয়েছে চেতনের মুখে। বিরাটকে (Virat Kohli) মিথ্যেবাদী বলতে ছাড়েননি। আবার সৌরভের (Sourav ganguly) যে কোহলিকে পছন্দ ছিল না তাও উগরে দিয়েছেন। গোপন ক্যামেরায় কী কী বললেন চেতন? তুলে ধরল TV9 Bangla।
জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বন্দ্ব এখন আর কারও অজানা নয়। কোহলির নেতৃত্ব নিয়ে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া দুই ক্রিকেটারের মধ্যে বিবাদ চরমে ওঠে। বিরাট টি-২০ ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার পর ওডিআই ফরম্যাটের নেতৃত্ব খুইয়েছিলেন। রাতারাতি কোহলিকে সরিয়ে রোহিত শর্মার নাম ঘোষণা করে দেওয়া হয়। তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি ছিল, তিনি বিরাটকে টি-২০ ফরম্যাটে নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন। যদিও বিরাট বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন, “আমাকে কেউ অনুরোধ করেনি। ওডিআই ফরম্যাটের নেতৃত্ব নিয়ে আমার সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। পুরোটাই অন্ধকারে রেখে করা হয়েছে।” অভিমানে টেস্ট ফরম্যাটের নেতৃত্বও ছেড়ে দেন কোহলি। কে মিথ্যে বলছেন, বিরাট না সৌরভ- তা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট। তারপর বিষয়টি ধীরে ধীরে থিতু হয়ে যায়। বিরাট এখন কোনও ফরম্যাটেই অধিনায়ক নন। সৌরভকেও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে সিংহাসনচ্যুত করা হয়েছে।
Chetan Sharma:- Virat Kohli considered himself bigger than the game. #GameOverpic.twitter.com/82jgsRtAiT
— ᴜɴsᴛᴏᴘᴘᴀʙʟᴇ☄️ (@emotionhitman45) February 14, 2023
জি মিডিয়ার স্টিং অপারেশন #Gameover-এ বোর্ডের মুখ্য নির্বাচক চেতন শর্মা বলেন, “বিরাট ও সৌরভের মধ্যে দ্বন্দ্ব ছিল”। চেতনের দাবি, বিরাট ভাবতে শুরু করেছিল ক্রিকেটে ওর জায়গা সবার থেকে বড়। তাই ইচ্ছে করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে মিথ্যে অভিযোগ ছুঁড়ে দিয়েছিলেন বিরাট। স্টিং অপারেশনে চেতন বলেন, “ভিডিয়ো কনফারেন্সিংয়ে সৌরভ সবার সামনেই কোহলিকে নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলেন। আরও একবার ভেবে দেখার অনুরোধ করেছিলেন। হতে পারে অনলাইনে বিরাট কথাটা শুনতে পায়নি। ওই মিটিংয়ে মোট ৯ জন লোক বসেছিলেন। আমিও ছিলাম। নির্বাচন কমিটির সব সদস্যরা ছিলেন। সবাই শুনল, অথচ বিরাট শুনতে পেল না…নাকি অন্য কিছু ব্যাপার আছে আমার জানা নেই। এর পরে তিনি বলেন, “বিরাট তাহলে মিথ্যে কথা বলেছে। কেন এরকম কথা ও বলল কেউ জানে না।”