WPL Auction 2023: অস্ট্রেলিয়ার ক্রিকেটার জুটি, স্টার্কের পর এবার ভারতের মাঠে ঝড় তুলবেন স্ত্রী

Alyssa Healy: ৪ মার্চ থেকে শুরু হচ্ছে মেয়েদের আইপিএল। তার আগে ১৩ ফেব্রুয়ারি হয়ে গেল উইমেন্স প্রিমিয়র লিগের অকশন। দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা দল পেয়ে গেলেন। সেই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার অ্যালিসা হিলি।

| Edited By: | Updated on: Feb 15, 2023 | 9:06 AM
৭০ লাখ টাকায় এই অজি কিপার ব্যাটরকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। হিলির অভিজ্ঞতা দলের সম্পদ হতে পারে। (ছবি:ইনস্টাগ্রাম)

৭০ লাখ টাকায় এই অজি কিপার ব্যাটরকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। হিলির অভিজ্ঞতা দলের সম্পদ হতে পারে। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
অ্যালিসা হিলি হলেন অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্কের স্ত্রী। স্টার্কের পর ভারতের মাটিতে ফ্র্যাঞ্চাইজি লিগে পা পড়তে চলেছে তাঁর অর্ধাঙ্গিনীর।(ছবি:ইনস্টাগ্রাম)

অ্যালিসা হিলি হলেন অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্কের স্ত্রী। স্টার্কের পর ভারতের মাটিতে ফ্র্যাঞ্চাইজি লিগে পা পড়তে চলেছে তাঁর অর্ধাঙ্গিনীর।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
অস্ট্রেলিয়ান ক্রিকেটে নিজ নিজ ক্ষেত্রে সুনাম কুড়িয়েছেন ক্রিকেটার দম্পতি মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলি। দু'জনের হাতেই উঠেছে বিশ্বকাপ। এ বার মেয়েদের আইপিএলের পালা। (ছবি:ইনস্টাগ্রাম)

অস্ট্রেলিয়ান ক্রিকেটে নিজ নিজ ক্ষেত্রে সুনাম কুড়িয়েছেন ক্রিকেটার দম্পতি মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলি। দু'জনের হাতেই উঠেছে বিশ্বকাপ। এ বার মেয়েদের আইপিএলের পালা। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
 স্টার্কের আইপিএলের যাত্রা একেবারেই স্বল্প। ২০১৪ সালে খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। অ্যালিসা খেলবেন উত্তরপ্রদেশের হয়ে।  (ছবি:ইনস্টাগ্রাম)

স্টার্কের আইপিএলের যাত্রা একেবারেই স্বল্প। ২০১৪ সালে খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। অ্যালিসা খেলবেন উত্তরপ্রদেশের হয়ে। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
হিলির বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। শেষমেশ ৭০ লাখ টাকায় দফারফা করে ইউপি ওয়ারিয়র্স।(ছবি:ইনস্টাগ্রাম)

হিলির বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। শেষমেশ ৭০ লাখ টাকায় দফারফা করে ইউপি ওয়ারিয়র্স।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
৩২ বছরের হিলি ২০১০ সাল থেকে অস্ট্রেলিয়ার হয়ে টি২০ ফরম্যাটে খেলছেন। এখনও পর্যন্ত ১৩৭টি ম্যাচে ২৩.৮ গড়ে ব্যাটিং করে ২৩৫৫ রান করেছেন। রয়েছে ১টি শতরান ও ১৩টি অর্ধশতরান। (ছবি:ইনস্টাগ্রাম)

৩২ বছরের হিলি ২০১০ সাল থেকে অস্ট্রেলিয়ার হয়ে টি২০ ফরম্যাটে খেলছেন। এখনও পর্যন্ত ১৩৭টি ম্যাচে ২৩.৮ গড়ে ব্যাটিং করে ২৩৫৫ রান করেছেন। রয়েছে ১টি শতরান ও ১৩টি অর্ধশতরান। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
 ক্রিকেটার দম্পতি স্টার্ক ও হিলি একে অপরের প্রশংসা করতে ক্লান্ত হন না। ইনস্টাগ্রামে প্রায়ই একে অপরের ছবি পোস্ট করে প্রশংসাসূচক বাক্যে ভরিয়ে দেন। (ছবি:ইনস্টাগ্রাম)

ক্রিকেটার দম্পতি স্টার্ক ও হিলি একে অপরের প্রশংসা করতে ক্লান্ত হন না। ইনস্টাগ্রামে প্রায়ই একে অপরের ছবি পোস্ট করে প্রশংসাসূচক বাক্যে ভরিয়ে দেন। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
স্ত্রীর পাশে থাকতে মেয়েদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্সের হয়ে কি গলা ফাটাবেন স্টার্ক? দেখা যাক।(ছবি:ইনস্টাগ্রাম)

স্ত্রীর পাশে থাকতে মেয়েদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্সের হয়ে কি গলা ফাটাবেন স্টার্ক? দেখা যাক।(ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
Follow Us: