CWC 2023: শেষ মুহূর্তে নানা অজুহাত, বিশ্বকাপের সূচি প্রকাশে দেরিতে পাক বোর্ডকে তুলোধনা

World Cup 2023 Schedule: চেন্নাইতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাকিস্তানের। তাদের দাবি, ইচ্ছাকৃত ভাবেই স্পিন সহায়ক চেন্নাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা রাখা হয়েছে। আফগানিস্তানের স্পিন আক্রমণে ভীত পাকিস্তান।

CWC 2023: শেষ মুহূর্তে নানা অজুহাত, বিশ্বকাপের সূচি প্রকাশে দেরিতে পাক বোর্ডকে তুলোধনা
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 3:56 PM

নয়াদিল্লি: ক্রিকেট বিশ্বকাপের বাকি আর মাত্র চার মাসের মতো। এখনও অবধি বিশ্বকাপের সূচি প্রকাশ করতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সাধারণত এক বছর আগেই সূচি প্রকাশ হয়ে যায়। এ বার ক্রমশ দেরি হওয়ায় অস্বস্তি বাড়ছে। এর জন্য কি আইসিসি দায়ী? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা খসড়া সূচি পাঠানোর পর অংশগ্রহণকারী দেশের ক্রিকেট বোর্ড সেটা দেখে। এ বারও তাই হয়েছে। যদিও শেষ মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একের পর এক অজুহাত। যার জেরে বেজায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপ নিয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে দীর্ঘ সময় ধরেই দ্বন্দ্ব শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই পরিষ্কার করে দিয়েছিল, পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড হুঁশিয়ারি দেয়, তারাও ভারতে ওয়ান ডে বিশ্বকাপে দল পাঠাবে না। তবে আইসিসির টুর্নামেন্ট হওয়ায় সেই হুঁশিয়ারি যে শুধুমাত্র ফাঁকা আওয়াজ ছিল, বলাই যায়। এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারত সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপ নিয়ে ভারতীয় বোর্ডকে বিব্রত করতেই সূচি নিয়ে নানা অজুহাত দিয়ে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের সূচি প্রকাশে দেরি হওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই দায়ী করছেন বিসিসিআই কর্তা। বোর্ড সূত্রে খবর, আগামী সপ্তাহে সূচি প্রকাশ হতে পারে।

আইসিসি গত সপ্তাহেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বিসিসিআইকে খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে। মতামত জানতে চেয়েছিল আইসিসি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনও কিছুতেই যেন খুশি নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলছেন, ‘পিসিবি নিজেদের মত দিতেই পারে। তবে বিশ্বকাপের সূচি প্রকাশে দেরির জন্য পাকিস্তান বোর্ডই দায়ী। ওরা আমেদাবাদে খেলতে রাজি হচ্ছিল না। এ বার চেন্নাইয়ে খেলা নিয়ে প্রস্তত নয়। সারাক্ষণই নিরাপত্তাহীনতায় ভুগছে।’ চেন্নাইতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাকিস্তানের। তাদের দাবি, ইচ্ছাকৃত ভাবেই স্পিন সহায়ক চেন্নাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা রাখা হয়েছে। আফগানিস্তানের স্পিন আক্রমণে ভীত পাকিস্তান।