ICC World Cup : লিডারশিপে কি উন্নতি প্রয়োজন? খুদের প্রশ্নে রোহিতের জবাব…

Cricket World Cup 2023, Rohit Sharma: শেষ বার ২০১৩ সালে আইসিসি টুর্নামেন্ট জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিতের নেতৃত্বে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ভারত। ইংল্যান্ডে কাছে হেরে বিদায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। রোহিতের কাছে যে আইসিসি ট্রফি কাটানোর সুযোগ ছিল না, তা নয়। বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। আর এই নিয়েই এক খুদের প্রশ্ন সামলাতে হল রোহিতকে।

ICC World Cup : লিডারশিপে কি উন্নতি প্রয়োজন? খুদের প্রশ্নে রোহিতের জবাব...
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 04, 2023 | 4:11 PM

সাদা বলের ক্রিকেটে ব্যাটার রোহিতের দক্ষতা নিয়ে কারও কোনও সন্দেহ নেই। নেতৃত্বে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল অধিনায়ক রোহিত। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। জাতীয় দলের নেতৃত্বেও সাফল্য পাচ্ছেন। মাল্টি নেশন টুর্নামেন্টে টিম ইন্ডিয়া শেষ দুটো ট্রফি এসেছে রোহিতের নেতৃত্বেই। ২০১৮ সালের পর এ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দু-বারই নেতৃত্বে রোহিত। কিন্তু আইসিসি টুর্নামেন্টে ভারতের ট্রফি খরা কাটেনি। আরও একটা আইসিসি টুর্নামেন্টের আগে নেতৃত্ব নিয়ে খুদের প্রশ্নে রোহিত যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শেষ বার ২০১৩ সালে আইসিসি টুর্নামেন্ট জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিতের নেতৃত্বে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ভারত। ইংল্যান্ডে কাছে হেরে বিদায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। রোহিতের কাছে যে আইসিসি ট্রফি কাটানোর সুযোগ ছিল না, তা নয়। বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। আর এই নিয়েই এক খুদের প্রশ্ন সামলাতে হল রোহিতকে।

বিশ্বকাপের আগে ক্যাপ্টেন্স-মিটে রোহিতকে এক খুদে প্রশ্ন করে, ‘আপনার কি মনে হয় নেতৃত্বের দিক থেকে আরও উন্নতি প্রয়োজন? কোন বিষয়গুলো উন্নতি প্রয়োজন বলে আপনি মনে করেন।’ রোহিতও খুব সুন্দর ভাবেই জবাব দেন, ‘নেতৃত্বের ক্ষেত্রে আমার মধ্যে নানা দিক থেকেই উন্নতি প্রয়োজন। প্রথমত টিমের সকলকে ভরসা করতে হবে। সতীর্থদের শক্তি-দুর্বলতা বুঝতে হবে এবং ওদের স্বাধীনতা দিতে হবে, সহজাত খেলার। সতীর্থদের বোঝার ক্ষেত্রে অনেকটাই হয়তো পেরেছি, তবে আরও উন্নতি প্রয়োজন।’

অনেক ম্যাচেই দেখা গিয়েছে, কেউ ক্যাচ, ফিল্ডিং মিস করলে তরুণ ক্রিকেটারের ওপর মেজাজ হারিয়েছেন ক্যাপ্টেন রোহিত। তেমনই কোনও তরুণ বোলার ফিল্ডিং পরিবর্তন নিয়ে পরামর্শ দিলেও শোনেনি। ক্যাপ্টেনের মেজাজ হারানোটা অস্বাভাবিক নয়। তবে তরুণ ক্রিকেটারদের ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাবই বেশি পড়ে। রোহিত কি তাহলে সেই বিষয়গুলোতেই উন্নতির কথা বলতে চাইলেন? অনুমান তেমনই!