ICC World Cup: হিন্দুবিরোধী মন্তব্যের জেরে ভারত থেকে বিতাড়িত পাকিস্তানি সঞ্চালক

ICC World Cup 2023, Zainab Abbas: ভারতে পা রাখার আগে জাইনাব এক্সেই লিখেছিলেন, 'উল্টো দিকে যে মিথ্যা বলা হচ্ছে তাতে সব সময় চক্রান্ত থাকে। পার্থক্যের বদলে মিলই বেশি। মাঠে হয়তো প্রতিপক্ষ কিন্তু মাঠের বাইরে বন্ধুত্ব রয়েছে। একই ভাষা, শিল্পের প্রতি ভালোবাসা, বিপুল জনসংখ্যার দেশ। সেই ভারতেই আবার যাচ্ছি আইসিসি বিশ্বকাপ কভার করার জন্য।' জাইনাব আব্বাসের এই টুইটে কিন্তু বিতর্কের গন্ধ নেই।

ICC World Cup: হিন্দুবিরোধী মন্তব্যের জেরে ভারত থেকে বিতাড়িত পাকিস্তানি সঞ্চালক
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 5:17 PM

নয়াদিল্লি: ভারত এবং হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন একসময়। নতুন করে জলঘোলা শুরু হয়েছিল তা নিয়ে। শেষ পর্যন্ত ভারত ছাড়তে বাধ্য হলেন পাকিস্তানি সঞ্চালক জাইনাব আব্বাস। বিশ্বকাপে (ICC World Cup 2023) আইসিসির সঞ্চালকদের তালিকায় ছিলেন জাইনাব। বিশ্বকাপ কভার করতেই ভারতে এসেছিলেন তিনি। কিন্তু সপ্তাহ গড়াতে না গড়াতেই এই দেশ ছাড়তে হল তাঁকে। হিন্দু ধর্মের প্রতি অপমানজনক মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে দিল্লির সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল। তারই ফল হিসেবে ভারত ছাড়তে হল দ্রুত। আপাতত তিনি দুবাইয়ে আছেন। ভারত-পাকিস্তান ম্যাচ শনিবার, আমেদাবাদে। তার আগে জাইনাবকে ভারত থেকে বিতাড়িত করার ঘটনা ফলাও করে ছাপা হয়েছে পাকিস্তানি মিডিয়ায়। এমনিতে আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য পাকিস্তানি মিডিয়া বা সমর্থকদের ভিসা দেওয়া হয়নি। তা নিয়ে বিতর্কের মধ্যেই জাইনাবকে ভারত থেকে বিতাড়িত করা হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এখনকার নয়, প্রায় ৯ বছর আগে একটা ভারত ও হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন জাইনাব। সে সময় যে অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন, তাই এখন জাইনাবের টুইটার বা এক্স অ্যাকাউন্ট। সেই টুইট হঠাৎ করেই ফিরেছে আলোচনায়। যাতে অস্বস্তিতে পড়েছেন পাকিস্তানি সঞ্চালক। দিল্লির সাইবার সেলে লিখিত অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। এফআইআরের অনুরোধও করেছিলেন। হিন্দু ভাবাবোধ ও ভারতের বিরুদ্ধে মন্তব্যের কারণেই জাইনাবকে এই দেশ থেকে বিতাড়িত করার দাবিও তুলেছিলেন। বিনীত টুইটারে লিখেছেন, ‘ভারত বিরোধী মানুষজন কোনও ভাবেই ভারতে স্বাগত নন।’

ভারতে পা রাখার আগে জাইনাব এক্সেই লিখেছিলেন, ‘উল্টো দিকে যে মিথ্যা বলা হচ্ছে তাতে সব সময় চক্রান্ত থাকে। পার্থক্যের বদলে মিলই বেশি। মাঠে হয়তো প্রতিপক্ষ কিন্তু মাঠের বাইরে বন্ধুত্ব রয়েছে। একই ভাষা, শিল্পের প্রতি ভালোবাসা, বিপুল জনসংখ্যার দেশ। সেই ভারতেই আবার যাচ্ছি আইসিসি বিশ্বকাপ কভার করার জন্য।’ জাইনাবের এই টুইটে কিন্তু বিতর্কের গন্ধ নেই।