CSK, IPL 2023: বার বার চোট, ৪-৫ ম্যাচে অনিশ্চিত ধোনির দলের তারকা
Deepak Chahar Injury: রোহিতের মুম্বইকে শনি-রাতে হারিয়েও স্বস্তিতে নেই ধোনির সিএসকে। আগামী কয়েকটি ম্যাচে চেন্নাইয়ের এক তারকা ক্রিকেটারকে পাবে না ইয়েলোব্রিগেড।
মুম্বই: শনি-রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের (IPL 2023) এক ক্লাসিকোয় জিতেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারানোর পর সিএসকে (CSK) শিবিরে খুব বেশিক্ষণ জয়ের সেলিব্রেশন হয়নি। কারণ, মুম্বইকে হারানোর দিনই চোট পেয়েছেন সিএসকের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। চোট সারিয়ে দীর্ঘদিন পর ২২ গজে কামব্যাক হয়েছে দীপক চাহারের (Deepak Chahar)। কিন্তু দীপকের এই কামব্যাক খুব একটা ভালো হল না। ১৬তম আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচে খেলেছে চেন্নাই। সেই তিনটিতেই সিএসকের একাদশে ছিলেন চাহার। শনি-রাতে মুম্বইয়ের বিরুদ্ধে বল করার সময় চোট পেয়েছেন চাহার। যার ফলে মাত্র ১ ওভার বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। তখনই সিএসকে সমর্থকরা খারাপ খবরের আশঙ্কা করছিল। সেটাই সত্যি হল। সিএসকের হয়ে আগামী কয়েকটা ম্যাচে আর হয়তো দেখা যাবে না দীপককে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
২০২২ সালের আইপিএল থেকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন দীপক। তারপর রিহ্যাব করার সময় পিঠে চোট পান। বার বার চোটের কবলে পড়া দীপক অবশেষে ফিট হয়ে আইপিএল শুরুর আগে সিএসকে শিবিরে যোগ দেন। চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়ে গত ২টো ম্যাচে খেলে কোনও উইকেট পাননি চাহার। এরপর শনি-রাতে মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ১ ওভার বল করার পরই মাঠ ছাড়তে বাধ্য হন দীপক। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন সিএসকে তারকা সুরেশ রায়না। তিনি বলেন, ‘মনে হচ্ছে আগামী ৪-৫টি ম্যাচে দীপককে পাওয়া যাবে না। মনে হচ্ছে ওর আবার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। ওকে দেখে মনে হচ্ছে খুব অস্বস্তিতে রয়েছে। চেন্নাই থেকে বাকি সবক’টা মাঠই অনেক দূরে। তাই আগামী দিনগুলোতে চেন্নাইকে অনেক ট্র্যাভেল করতে হবে। যা দীপকের জন্য বেশ কঠিন হবে।’
ম্যাচের শেষে ধোনিও সিএসকের অন্যতম তারকা দীপকের চোটের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই ম্যাচটা জিতে ভালো লাগছে। তবে এটা ভুললে চলবে না যে দীপককে আমরা এই ম্যাচে পেলাম না। সিসান্দা মাগালা প্রথম ম্যাচ খেলল। এটাই ভালো দিক যে আমাদের স্পিনাররা দারুণ বল করেছে। সাত ওভারের পরও উইকেটে বেশ গতি ছিল এবং বলও ঘুরতে শুরু করেছিল। ওই সুবিধাটা কাজে লাগিয়েছে আমাদের বোলাররা। স্পিনারদের পাশাপাশি জোরে বোলাররাও দারুণ ভাবে বল করেছে।’