Virat-Sachin: সচিনের পর এ বার বিরাটেরও ডিপফেক ভিডিয়ো! বিষয়টা কী?

Virat Kohli's Deepfake Video: সচিন তেন্ডুলকরের বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছিল মুম্বই পুলিশ। এর সঙ্গে কারা যুক্ত রয়েছেন, সেই তদন্তে নেমেছিল পুলিশ। যদিও সেই সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। এ বার বিরাট কোহলির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বিরাট কোহলি এবং বেটিং অ্যাপকে এনডোর্স করছেন! এই প্রশ্নই উঠছে। বিরাট কোহলির মতো হলেও এই বেটিং অ্যাপের প্রচারক বিরাট নয় বলেই জানা গিয়েছে।

Virat-Sachin: সচিনের পর এ বার বিরাটেরও ডিপফেক ভিডিয়ো! বিষয়টা কী?
Image Credit source: AFP FILE
Follow Us:
| Updated on: Feb 21, 2024 | 2:54 PM

মুম্বই: ডিপফেক ভিডিয়ো স্ক্যামের শিকার তারকা ক্রিকেটাররা! এমন তথ্যই সামনে আসছে। সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির মতো দুই তারকা ক্রিকেটারের ডিপফেক ভিডিয়ো তৈরির তথ্য প্রকাশ্যে এসেছে। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে তিনি একটি গেমিং অ্যাপের প্রচার করছেন! সচিন তেন্ডুলকরের মতো বিরাট কোহলিও এর শিকার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সচিন তেন্ডুলকরের বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছিল মুম্বই পুলিশ। এর সঙ্গে কারা যুক্ত রয়েছেন, সেই তদন্তে নেমেছিল পুলিশ। যদিও সেই সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। এ বার বিরাট কোহলির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বিরাট কোহলি এবং বেটিং অ্যাপকে এনডোর্স করছেন! এই প্রশ্নই উঠছে। বিরাট কোহলির মতো হলেও এই বেটিং অ্যাপের প্রচারক বিরাট নয় বলেই জানা গিয়েছে। যদিও তারকা ক্রিকেটারদের এ ভাবে ডিজিটাল মাধ্যমে নানা ভুয়ো ভিডিয়ো আসায় চিন্তা বাড়ছে।

এর আগে ডিপফেক ভিডিয়ো নিয়ে সোচ্চার হয়েছিলেন মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর। বিরাটেরও এমন ভিডিয়ো সামনে আসায় পরিস্থিতি জটিল বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে অনেক সেলিব্রিটির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, এই তথ্যও সামনে আসছে। টেকনোলজির যে অপব্যবহার হচ্ছে, এমন কথাই উঠে আসছে। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন না বিরাট কোহলি। তবে মনে করা হচ্ছে শেষ ম্যাচে তিনি ফিরতে পারেন। সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে।