Devika Vaidya: স্বপ্নপূরণের প্রতীক্ষায় ব্রেট লি ভক্ত দেবিকা, তাঁর হতাশার সফরের ইতি হবে?

ICC Women’s T20 World Cup: প্রতিকূলতা জয় করে বড় কিছু করে দেখানোর নানা উদাহরণ দেখা গিয়েছে। দেবিকার বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ এবং সিনিয়র দলের বিশ্বকাপ জেতার স্বাদ পূর্ণতা দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।

Devika Vaidya: স্বপ্নপূরণের প্রতীক্ষায় ব্রেট লি ভক্ত দেবিকা, তাঁর হতাশার সফরের ইতি হবে?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2023 | 4:36 PM

কেপটাউন: বিশ্বকাপ জেতার অনুভূতি কেমন? ভারতের মহিলা সিনিয়র ক্রিকেট দল এখনও তা জানে না। দলের দুই ক্রিকেটার সদ্য সেই স্বাদ পেয়েছেন। তবে সেটা অনূর্ধ্ব ১৯ স্তরে। দক্ষিণ আফ্রিকার মাটিতে উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলের দুই সদস্য় শেফালি ভার্মা, রিচা ঘোষ রয়েছেন। এই দু-জন সিনিয়র দলে নিয়মিত খেলছেন। ২০২০ সালে শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। প্রথম বার ফাইনালে উঠেছিল ভারত। যদিও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সব ফরম্য়াট মিলিয়ে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেললেও সিনিয়র দল ট্রফির স্বাদ পায়নি। ভারতীয় দলের সদস্য় দেবিকা বৈদ্যর হতাশা আরও অন্যরকম। তিনটে বিশ্বকাপ খেলার সুযোগ এলেও, শেষ অবধি মিস করেছেন। কিছুক্ষণ পরই পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। এ বার স্বপ্নপূরণের পথে দেবিকা। বিস্তারিত TV9Bangla-য়।

সদ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে ভারত। টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছিল ভারত। যদিও ট্রফির ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার। আর কিছুক্ষণ পর পাকিস্তান ম্য়াচ দিয়ে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপে অভিষেক হতে চলেছে ব্রেট লি ভক্ত দেবিকার। প্রতিটি ক্রিকেটারের মতো ২৫ বছরের দেবিকারও দীর্ঘদিনের স্বপ্ন বিশ্বকাপ খেলার। সেই সুযোগও এসেছিল। কিন্তু…।

তিন তিনটে বিশ্বকাপের সাক্ষী থেকেছেন দেবিকা। কিন্তু অন্য় ভাবে। কোনওটিতেই অংশগ্রহণ করা হয়ে ওঠেনি তাঁর। ২০১৭ সালে প্রথম বার ওয়ান ডে বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন। কিন্তু তখন বাধা হয়ে দাঁড়ায় চোট। ২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের মাঝপথে ডাক পান। ৪০ ঘণ্টা সফর করে ক্যারিবিয়ান দ্বীপে পৌঁছান। সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। দেবিকা পৌঁছনোর কয়েক ঘণ্টার মধ্যেই দলের বিদায়। তারও আর বিশ্বকাপ খেলা হয়নি। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যালেরিয়ায় আক্রান্ত হন।

এত বার খুব কাছ থেকে ফেরা, কতটা হতাশা ঘিরে ধরতে পারে! দেবিকা সেসব নিয়ে ভাবছেন না। দেরীতে হলেও এ বার সেই স্বপ্নপূরণের সামনে দেবিকা। বলছেন, ‘বিশ্বকাপে খেলার স্বপ্ন আমার সেই ২০০৩ সাল থেকে। খুবই ছোট তখন। টিভিতে ব্রেট লির বোলিং দেখতাম। তাঁর বোলিং অ্যাকশন নকল করতাম।’ প্রতিকূলতা জয় করে বড় কিছু করে দেখানোর নানা উদাহরণ দেখা গিয়েছে। দেবিকার বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ এবং সিনিয়র দলের বিশ্বকাপ জেতার স্বাদ পূর্ণতা দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।