Mohammed Shami: অস্ট্রেলিয়ায় যাচ্ছেন মহম্মদ সামি? রোহিত বললেন, ‘রাস্তা খোলা, কিন্তু…’

Rohit Sharma: অ্যাডিলেড টেস্টের পর প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে (Rohit Sharma) জিজ্ঞাসা করা হয়, মহম্মদ সামিকে কি শেষ ২ টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়ায় ডাকা হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত জানান, সামির জন্য দরজা খোলা রয়েছে।

Mohammed Shami: অস্ট্রেলিয়ায় যাচ্ছেন মহম্মদ সামি? রোহিত বললেন, 'রাস্তা খোলা, কিন্তু...'
Mohammed Shami: অস্ট্রেলিয়ায় যাচ্ছেন মহম্মদ সামি? রোহিত বললেন, 'রাস্তা খোলা, কিন্তু...' Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 08, 2024 | 2:00 PM

কলকাতা: মহম্মদ সামি (Mohammed Shami) কি ডনের দেশে উড়ে যাবেন? এই প্রশ্ন ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সামির মতো বোলারকে যে টিম ইন্ডিয়ার দরকার, সেটা বারবার বলা হয়েছে ক্রিকেট মহলে। কিন্তু তিনি পুরোপুরি ফিট না হওয়ার কারণে, তাঁকে বর্ডার-গাভাসকর ট্রফির ভারতের স্কোয়াডে নেওয়া হয়নি। এরই মাঝে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে তাঁর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়। ওই টুর্নামেন্ট শেষ হতেই সৈয়দ মুস্তাক আলিতে খেলা শুরু করেন সামি। এর মাঝে শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করতে পারেন সামি। কিন্তু মুস্তাক আলির মাঝে এক ম্যাচে তিনি অল্প চোট পান। এরপর তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানোর আলোচনা থমকে যায়। এ বার অ্যাডিলেড টেস্টের পর প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে (Rohit Sharma) জিজ্ঞাসা করা হয়, মহম্মদ সামিকে কি শেষ ২ টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়ায় ডাকা হবে?

ভারতীয় পেসার সামির অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়ে রোহিত দিয়েছেন বড় আপডেট। তিনি বলেন, ‘ওর জন্য দরজা খোলা রয়েছে। আমরা ওকে মনিটর করছি। সৈয়দ মুস্তাক আলিতে খেলার সময় ওর হাঁটু অল্প ফুলে গিয়েছিল। ওকে আমরা এমন পরিস্থিতিতে এখানে নিয়ে আসতে চাই না। ওর আরও অবস্থা খারাপ হলে সমস্যাই হবে। ওর উপর চাপ তৈরি করতে চাই না। ওকে নিয়ে আমরা সতর্ক রয়েছি। ও ১০০ শতাংশ ফিট না হলে ওকে দলের ডিউটি দিয়ে চাপ তৈরি করতে চাই না।’

এই খবরটিও পড়ুন

মুস্তাক আলিতে যে সামি খেলছেন, তাতে তিনি বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। এই প্রসঙ্গে রোহিত বলেন, ‘প্রফেশনালররা মনিটর করছে। তাঁরা ওখানে সামির সঙ্গে রয়েছে। ওর সুবিধে, অসুবিধে সব দেখছে। ও কেমন থাকছে তার উপর নির্ভর করবে অনেককিছু। ওরা সামির প্রতিটা ম্যাচ দেখছে। প্রত্যেকটা ২০ ওভারের ম্যাচে ৪ ওভার কেমন বল করছে ওরা, সেটার উপর নজর রাখা হচ্ছে। ওকে নিয়ে অত্যন্ত সতর্ক থাকা দরকার আমাদের। তবে এটাও বলছি, যে কোনও সময় দলে এসে ও খেলতেই পারে, সেই দরজাটা খোলাই রয়েছে।’