East Bengal: লিগ ট্রফি খরা কাটাতে ক্রিকেটেও শক্তিশালী দল গড়ল ইস্টবেঙ্গল
East Bengal Cricket Team: আন্তর্জাতিক ক্রিকেটের ধাঁচে দলে মূলত অলরাউন্ডার নেওয়ার দিকেই ঝুঁকেছে ইস্টবেঙ্গল। সিএবি লিগের পাশাপাশি, ওয়ান ডে ফরম্যাট এবং টি-টোয়েন্টিতেও সাফল্য পেতে মরিয়া ইস্টবেঙ্গল।
কলকাতা: ফুটবলের মতো পরিস্থিতি ক্রিকেটেও। দীর্ঘদিন ট্রফি জেতেনি। এই লক্ষ্যে ‘সংস্কার’ ইস্টবেঙ্গল ক্রিকেট টিমেও। ফুটবলের ক্ষেত্রে এ মরসুমে দেখা গিয়েছে, হাতে গোনা কয়েকজন ছাড়া পুরোপুরি নতুন টিম। ক্রিকেটেও সেই পথেই। ছ’বছর হয়ে গেল সিএবি লিগ জেতেনি ইস্টবেঙ্গল। ২০১৬-১৭ মরসুমে শেষ বার সিএবি লিগ জেতে লাল-হলুদ। ক্রিকেটে সাফল্যের লক্ষ্য নিয়ে এ বার শক্তিশালী দল গড়ল ইস্টবেঙ্গল। ভবানীপুরকে সাফল্য দিয়েছেন কোচ আব্দুল মোনায়েম। এ বার তাঁকে কোচ করেছে ইস্টবেঙ্গল। সিনিয়র ক্রিকেটার অভিষেক দাসের সঙ্গে জুটি বেঁধে এবার লাল-হলুদে সাফল্য আনতে চান কোচ আব্দুল মোনায়েম। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
একগুচ্ছ প্রতিভাবান ক্রিকেটারদের দলে নিয়েছে ইস্টবেঙ্গল। অর্ক সরকার, শশাঙ্ক সিং, আদিত্য শর্মা, অর্পণ দে-র মতো ক্রিকেটাররা আছেন ইস্টবেঙ্গলে। ঋত্বিক চট্টোপাধ্যায়, শ্রেয়ান চক্রবর্তী, অয়ন ভট্টাচার্য, শুভ্রজিৎ দাসের মতো পরিচিত ক্রিকেটাররাও রয়েছেন। একই সঙ্গে রয়েছেন বাংলার হয়ে খেলা অলরাউন্ডার আকাশ ঘটক। ভিনিত, সৌরভ পালরাও খেলবেন লাল-হলুদে। আন্তর্জাতিক ক্রিকেটের ধাঁচে দলে মূলত অলরাউন্ডার নেওয়ার দিকেই ঝুঁকেছে ইস্টবেঙ্গল। সিএবি লিগের পাশাপাশি, ওয়ান ডে ফরম্যাট এবং টি-টোয়েন্টিতেও সাফল্য পেতে মরিয়া ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে কোচ আব্দুল মোনায়েম বলেন, ‘দলে প্রচুর অলরাউন্ডার রয়েছে। এটা অবশ্যই ইতিবাচক দিক। কোচ হিসেবে এ বার আমার কাছে নতুন চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ইস্টবেঙ্গলে খেলেছি। কোচ হিসেবে ক্লাবকে সাফল্য দিতে চাই। এই টিমের অনেকেই এর আগে আমার কোচিংয়ে খেলেছে। ফলে কারও মানিয়ে নিতে অসুবিধে হওয়ার কথা নয়। দীর্ঘদিন ইস্টবেঙ্গল লিগ জেতেনি। অবশ্যই সেটা দেওয়ার লক্ষ্য তো থাকবেই, পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও ক্লাবকে সাফল্য দিতে চাই।’
ইস্টবেঙ্গল ক্রিকেট টিমে মেন্টর হিসেবে রয়েছেন বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। অভিজ্ঞ মেন্টর এবং কোচ জুটি লাল-হলুদকে বাড়তি ভরসা দিচ্ছে। কোচ আরও বলছেন, ‘ফিটনেসে বিশেষ নজর দেব। শুরুতেই রেজাল্ট নিয়ে ভাবছি না। একটা প্রক্রিয়া মেনে এগনোর দিকে লক্ষ্য থাকবে। তা হলেই হয়তো সাফল্য আসবে। ১৫ বছর ভবানীপুর কোচিং করে দেখেছি ফিটনেসই প্রধান। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলা। ভবানীপুরে শুধু বড় টিমকে হারানোর চ্যালেঞ্জ ছিল। এখানে ট্রফি দেওয়ার চ্যালেঞ্জ থাকবে। অভিষেককে ক্যাপ্টেন করার কারণ, ওর অভিজ্ঞতা কাজে লাগবে। এই দলটা পুরোটাই নতুন। আগের বারের থেকে কয়েকজন শুধু আছে।’