England vs Australia, Ashes: ম্যাঞ্চেস্টার বৃষ্টিতে ইংল্যান্ড শিবিরে হতাশা; অ্যাসেজ অস্ট্রেলিয়ারই
Ashes, ENG vs AUS, Manchester: বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও বৃষ্টি বাঁচিয়ে দিল! পরিস্থিতি যেন তাই বলছে। ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র হওয়ায় অ্যাসেজ ধরে রাখল অস্ট্রেলিয়া।
বৃষ্টিতে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। এ বারের অ্যাসেজ সিরিজ জেতার আর কোনও সম্ভাবনা নেই ইংল্যান্ডের। বিকল্প দুটি। হয় হার নয়তো শেষ ম্যাচে সমতা ফেরানো। ম্যাঞ্চেস্টারে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে বাজবলে অ্যাডভান্টেজ ছিল ইংল্যান্ড। কিন্তু বৃষ্টিই ডোবাল। অপেক্ষা শুধু অপেক্ষা হয়েই থাকল। যা নিয়ে চলছে বিদ্রুপও। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও বৃষ্টি বাঁচিয়ে দিল! পরিস্থিতি যেন তাই বলছে। ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র হওয়ায় অ্যাসেজ ধরে রাখল অস্ট্রেলিয়া। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে গত অ্যাসেজে জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে ড্র করলেই অ্যাসেজ তাদের। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের ছন্দ অ্যাসেজেও ধরে রেখেছিল অস্ট্রেলিয়া। এজবাস্টন এবং লর্ডস টেস্টে জিতে ২-০ এগিয়ে যায়। লিডসে গত টেস্টে জেতে ইংল্যান্ড। সিরিজ ২-১ অবস্থায়। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড জিতলে শেষ ম্যাচে ফল নির্ধারণ হত। সেই সম্ভাবনা দেখা গিয়েছিল তৃতীয় দিনই।
প্রথম ইনিংসে ৩১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে বিধ্বংসী ব্যাটিং ইংল্যান্ডের। জ্যাক ক্রলির ১৮৯ রান, জনি বেয়ারস্টো, জো রুটের অনবদ্য ইনিংস। প্রথম ইনিংসে ৫৯২ রান করে ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২১৪-৫। তখনও তারা পিছিয়ে ৬১ রানে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫ উইকেট। শেষ দিন পুরো খেলা হলে জয়ের সুযোগ বেশি ছিল ইংল্যান্ডেরই। কিন্তু বৃষ্টিতে ১ বলও খেলা হল না। ম্যাচ অমীমাংসিত। সিরিজে ২-১ এগিয়েই রইল অজিরা।