Ben Stokes : ভারতের বিরুদ্ধেও বাজবল খেলবেন? প্রশ্ন শুনে হোঁচট খেলেন স্টোকস
ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজের শেষ টেস্ট জেতার পর আগামী বছরে ভারতের বিরুদ্ধে সিরিজ নিয়ে বড় মন্তব্য করলেন।
লন্ডন : অ্যাসেজ টেস্টের (Ashes 2023) প্রথম দিন থেকে হইচই ফেলে দিয়েছে বাজবল। ইংল্যান্ডের এই ভয়ডরহীন টেস্ট ক্রিকেট খেলার নীতি মুখ থুবড়ে পড়েছিল। সমালোচনার সরিয়ে অ্যাসেজে হার বাঁচিয়েছে ইংল্যান্ড। অ্যাসেজ শেষ হওয়ার পর ফের ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস বাজবল নিয়ে প্রশ্নের সম্মুখীন হন। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয় ২০২৪ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা টেস্ট সিরিজ প্রসঙ্গে। ভারতের টার্নিং পিচেও কি অতি আক্রমণাত্মক বাজবল নীতি প্রয়োগ করবে স্টোকস অ্যান্ড কোম্পানি? উত্তরে কী বললেন বেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সরাসরি এই প্রশ্নের উত্তর দিলেন না ইংল্যান্ড ক্যাপ্টেন। কিছুটা ঘুরিয়ে মজার ছলে উত্তর দিলেন। একইসঙ্গে বাজবল নিয়ে সমালোচকদের ঘুরিয়ে একহাত নিলেন তিনি। গতবছর থেকে ইংল্যান্ড পুরোদমে বাজবল পদ্ধতিতে খেলা শুরু করেছে। প্রতিটি সিরিজের আগে ইংল্যান্ড টিমের উপর এই নীতির সমালোচকদের মুখ বন্ধ করার চাপ থাকে। ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব পাওয়ার পর ১৭টি টেস্ট জয়ের রেকর্ড গড়েছে। ম্যাকালাম-স্টোকস জুটি নিউজিল্যান্ড ও পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও জয় পেয়েছে। ২০২৩ অ্যাসেজ সিরিজ ড্র করেছে। এজবাস্টনে ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্টও জিতে যায় ইংল্যান্ড।
Can England play like the Bazball way in India?
Here is what Ben had to say… pic.twitter.com/JStea4EsIk
— Sandipan Banerjee (@im_sandipan) July 31, 2023
আগামী বছরে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। রাজকোট, বিশাখাপত্তনম, হায়দরাবাদ, রাঁচি এবং ধর্মশালায় রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে বাজবল নীতি কি প্রয়োগ করবে ইংল্যান্ড? তিনি বলেছেন, “আমার এখনও মনে আছে যখন আমরা নিউজিল্যান্ডকে ৩-০তে হারিয়েছিলাম তখনও চর্চা হচ্ছিল যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এমনটা করতে পারব না। পাকিস্তানের বিরুদ্ধে বাজবল খেলতে পারব না বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নীতি নেওয়া ঠিক হবে না। তাই যে ভারতের বিরুদ্ধে আমরা এটা করতে পারব না তা কে বলতে পারে।”