2023 ODI World Cup Poster : ওডিআই বিশ্বকাপের পোস্টার রিলিজ আইসিসির, ট্রফি থেকে দূরে রোহিত!
ICC ODI World Cup : আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ ট্রফির সঙ্গে ১০টি দলের অধিনায়কদের ছবি। পোস্টারের একেবারে কেন্দ্রে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অধিনায়ক প্যাট কামিন্স এবং জস বাটলার।
কলকাতা : বাকি আর মাত্র দু’মাস। অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) নিয়ে উত্তেজনা চরমে। সোমবার এই মেগা ইভেন্টের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) প্রকাশ করল পোস্টার। আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ ট্রফির সঙ্গে ১০টি দলের অধিনায়কদের ছবি। পোস্টারের একেবারে কেন্দ্রে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অধিনায়ক প্যাট কামিন্স এবং জস বাটলার। অস্ট্রেলিয়া পাঁচ বারের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং ইংল্যান্ড হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ট্রফির খুব কাছে তাঁরা। আয়োজক দেশ ভারতের অধিনায়ক রোহিত শর্মার ছবি ট্রফি থেকে সামান্য তফাতে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
২০১৯ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের এখন ক্যাপ্টেন বদল হয়েছে। ইয়ন মর্গানের অবসরের পর ইংল্যান্ডের সীমিত ওভারের দায়িত্ব জস বাটলারের উপর। তাঁর বাঁ দিকে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এরপর আফগানিস্তানের অধিনায়ক হাসমতুল্লা শাহিদী, শ্রীলঙ্কার দাসুন শনাকা এবং নিউজিল্যান্ডের টম ল্যাথাম। অন্যদিকে কামিন্সের ডান দিকে দাঁড়িয়ে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম, দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমা, বাংলাদেশের তামিম ইকবাল এবং জিম্বাবোয়েপ ক্রেগ এরভিন।
টুর্নামেন্ট শুরু হবে ৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। সপ্তাহখানেকের মধ্যে আয়োজক ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ১৫ অক্টোবর (আইসিসি নিরাপত্তার কারণে তারিখ বদল করতে পারে) রয়েছে ভারত বনাম পাকিস্তান বহু প্রতিক্ষীত ম্যাচ। প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলা হবে ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। পরদিনই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি রয়েছে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। তিনটিই দিন রাতের ম্যাচ।