IND VS ENG : ১২জন ফিল্ডার নিয়ে মাঠে ভারত! দর্শক উৎপাতে অতিষ্ঠ বিরাটরা

জার্ভোর এই কাণ্ড দেখে তখন হাসির রোল বিরাট সংসারে। দূরে দাঁড়িয়ে মজা নিলেন সিরাজ-রোহিতরা। অবশেষে জার্ভোকে মাঠ থেকে বার করে শুরু হল লাঞ্চের পরবর্তী সেশন।

IND VS ENG : ১২জন ফিল্ডার নিয়ে মাঠে ভারত! দর্শক উৎপাতে অতিষ্ঠ বিরাটরা
মাঠ থেকে বার করে আনা হচ্ছে জার্ভোকে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 8:44 PM

লন্ডনঃ লাঞ্চ বিরতির পর তখন মাঠে নামার পালা। একে একে নামছেন মহম্মদ সিরাজ, মহম্মদ সামিরা। আর তাঁদের পিছু পিছু নামছেন দ্বাদশ ব্যক্তি। মাঠে নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে। ভারতীয় জার্সি পড়ে মাঠে ঢুকলেন তিনি। ভুঁড়িতে টিম ইন্ডিয়ার জার্সিটার প্রাণ তখন ওষ্ঠাগত। কিন্তু কে তিনি?

এক ইংরেজ সমর্থক। জার্সি টিম ইন্ডিয়ার। তবে জার্সির পিঠে নাম পড়তেই চোখ কপালে নিরাপত্তারক্ষীদের। নাম লেখা জার্ভো। এই জার্ভো আবার কবে থেকে ভারতীয় দলের সদস্য! হুড়মুড় করে মাঠে ঢুকলেন নিরাপত্তাকর্মীরা। প্রায় পাঁজা কোলে করে মাঠ ছাড়ার চেষ্টা শুরু জার্ভোকে। আর জার্ভো তখনও দাবি করছেন, আরে করছেন কি! আমি ভারতীয় দলের সদস্য। তখন জার্ভো মাঠে ফিল্ডিংয়ে নিজের পজিশন নিতে ব্যস্ত হচ্ছিলেন।

জার্ভোর এই কাণ্ড দেখে তখন হাসির রোল বিরাট সংসারে। দূরে দাঁড়িয়ে মজা নিলেন সিরাজ-রোহিতরা। অবশেষে জার্ভোকে মাঠ থেকে বার করে শুরু হল লাঞ্চের পরবর্তী সেশন। এদিন অবশ্য দিনভর ইংল্যান্ডের দর্শকদের অভব্য আচরণের সাক্ষী থাকল টিম ইন্ডিয়া।

k l rahul

কেএল রাহুলকে উদ্দেশ্য করে ছোঁড়া হল বোতলের ছিপি

লর্ডস টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ভারতীয় দলের পক্ষ থেকে ম্যাচ রেফারিকে অভিযোগ জানানো হল দর্শকরে অভব্য আচরণ নিয়ে। অভিযোগ, প্রথম সেশনে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় কেএল রাহুলের উদ্দেশ্যে ছোঁড়া হয় বোতলের ছিপি। যা নিয়ে বিরক্ত টিম ইন্ডিয়া। বাউন্ডারি লাইনের পাশে বোতলের ছিপিও পড়ে থাকতে দেখা গিয়েছে। যা রীতমিত অস্বস্তি বাড়িয়েছে ইসিবির।