ICC ODI World Cup 2023: একই মাঠে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বাবা , ছেলে ফিরলেন খালি হাতে!

Australia: ১৯৮৭ সালে যৌথ ওডিআই বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ওপেনার জিওফ মার্শের সেঞ্চুরির কারণে ওই ম্যাচে ভারতকে ১ রানের ব্যবধানে হারতে হয়েছিল।

ICC ODI World Cup 2023: একই মাঠে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বাবা , ছেলে ফিরলেন খালি হাতে!
মিচেল মার্শ ও জিওফ মার্শ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 10:24 AM

চেন্নাই: ‘পাপা কেহতে হ্যায় বড়া নাম কারে গা, বেটা হামারা অ্যাইসা কাম কারে গা’ উদীত নারায়নের কণ্ঠে এই বিখ্যাত গানটির কথা মনে পড়ে যাচ্ছে। সব বাবাই তো চান ছেলে তাঁর নাম উজ্জ্বল করুক। কিন্তু বাস্তবে কি তা সবসময় হয়? চাইলেই তা হয় না। ঠিক যেমন রবিবারের ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ঘটে গেল এমন একটি ঘটনা। ১৯৮৭-এর বিশ্বকাপে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শতরান করে ভারতকে হারিয়েছিলেন অজি তারকা জিওফ মার্শ। ঠিক তার ৩৬ বছর পর সেই এক মাঠেই ভারতের বিরুদ্ধে নেমে রানের খাতায় খুলতে পারলেন না ছেলে মিচেল মার্শ। উল্টে বিরাট কোহলিকে রেকর্ড গড়তে সাহায্য করলেন মিচেল। কী হয়েছিল এই ম্যাচে? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।

১৯৮৭ সালে যৌথ ওডিআই বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ওপেনার জিওফ মার্শের সেঞ্চুরির কারণে ওই ম্যাচে ভারতকে ১ রানের ব্যবধানে হারতে হয়েছিল। সেই ম্যাচে ১৪১ বলে ১১০ রান করেছিলেন ম্যাচের সেরা খেলোয়াড় জিওফ মার্শ। ঠিক ৩৬ বছর পর, চিপকের মাটিতেই ভারতের বিরুদ্ধে নামেন ছেলে মিচেল মার্শ। কথা ছিল বাবার মান রাখবেন, তা তো হলই না, উল্টে খালি হাতে মাঠ ছাড়তে হয় তাঁকে। শূন্য় রানে প্যাভেলিয়নে ফেরেন তিনি।

রবিবার বিশ্বকাপের পঞ্চম ম্য়াচে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও, জসপ্রিত বুমরার ভালো বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে অজিদের শুরুটা নষ্ট করে দেন বিরাট কোহলি। অজি ওপেনার মিচেল মার্শকে বাবার মতো সেঞ্চুরি করা তো দূর, রানের খাতা খোলারই সুযোগ দেয়নি টিম ইন্ডিয়া। যদিও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন ডানহাতি ব্যাটার মিচেল মার্শ। আশা ছিল বিশ্বকাপেও চমক দেখাবেন। কিন্তু মাঠে নেমেই ভরাডুবি। কোহলিকে রেকর্ড গড়তেও সাহায্য় করেন এই ওজি ওপেনার। মার্শের অনবদ্য ক্যাচটি ধরা মাত্রই ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়ে ফেলেন কিং কোহলি।