IND vs AUS: ওডিআই অধিনায়ক হিসেবে হার্দিকের অভিষেক, অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের মহড়া ভারতের
India vs Australia, 1st ODI: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই ম্যাচ।
মুম্বই: চলতি বছরের অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বসবে আইসিসি ওডিআই বিশ্বকাপের আসর। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ দিয়ে বিশ্বকাপের মহড়ায় নামতে চলেছে টিম ইন্ডিয়া। সদ্য বর্ডার-গাভাসকর ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। যদিও সেই টেস্ট পর্ব অতীত। এই দুই দল এ বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে। অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নেতৃত্ব দেবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে একাধিক ম্যাচে নেতৃত্ব দিলেও ওডিআই ফর্ম্যাটে নেতা হিসেবে এখনও হার্দিকের অভিষেক হয়নি। রোহিতের শাল্যকের বিয়ের কারণে তিনি প্রথম ম্যাচে খেলবেন না। যার ফলে এই সিরিজে তাঁর ডেপুটি হার্দিকই দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন। এ বার দেখার ওডিআই বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের (India vs Australia ODI Series) প্রথম ম্যাটে কেমন নেতৃত্ব দেন হার্দিক। প্রিভিউ পড়ুন TV9Bangla-র এই প্রতিবেদনে।
ভারত যেমন প্রথম ম্যাচে নেতা রোহিতকে পাচ্ছে না। তেমনই অজিরাও তাদের পূর্ণ সময়ের অধিনায় প্যাট কামিন্সকে পাচ্ছে না। তাঁর অনুপস্থিতিতে অজি দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষ বার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর আর দেশে ওডিআই বিশ্বকাপ আসেনি। রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ ট্রফির খরা কাটার অপেক্ষায় ভারতের ক্রিকেট ভক্তরা।
রোহিতের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হার্দিক জানিয়ে দেন অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করবেন শুভমন গিল ও ঈশান কিষাণ। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তারপর তিনি ভারতের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন বছরে তিনটি ওডিআই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন ঈশান। ওই তিনটি ম্যাচে সেই অর্থে তিনি দাগ কাটতে পারেননি। এ বার দেখার অজিদের বিরুদ্ধে সুযোগ কেমনভাবে কাজে লাগান ঈশান।
এই তিন ম্যাচের ওডিআই সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তবে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের কাছে এই সিরিজ ওডিআই বিশ্বকাপের জন্য তাদের পরিকল্পনাগুলিকে কাজে লাগিয়ে দেখার সুযোগ করে দিচ্ছে। ২০২২ সালের নভেম্বরে ইংল্যান্ডকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারানোর পর থেকে অস্ট্রেলিয়া ওডিআই ক্রিকেট খেলেনি। অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন কনুইয়ের চোটের কারণে দেশে ফিরে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। চোট সারিয়ে তিনি দলে ফিরেছেন। গ্লেন ম্যাক্সওয়েলও চোট সারিয়ে ফিরেছেন। তবে অস্ট্রেলিয়া পাবে না প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউডকে। অনুপস্থিতির তালিকায় তাঁদের সঙ্গে রয়েছেন ঝাই রিচার্ডসনও। চোটের কারণে ভারতও এই সিরিজে পাবে না শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাকে। দুই দলই চোট আঘাতের সমস্যার জন্য বেশ কিছু তারকা ক্রিকেটারদের এই সিরিজে পাবে না। এ বার দেখার কোন দল বাজিমাত করে মুম্বইয়ে।
ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজের সূচি –
- ১৭ মার্চ – প্রথম ওডিআই, মুম্বই
- ১৯ মার্চ – দ্বিতীয় ওডিআই, ভাইজাগ
- ২২ মার্চ – তৃতীয় ওডিআই, চেন্নাই
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকট।
ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য অস্ট্রেলিয়ান স্কোয়াড – স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জস ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জো রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।