GT vs CSK, IPL 2023 : পাওয়ার প্লে-তে ৪ হাজার গাছ লাগালেন সামি! কীভাবে জানেন?

ফ্র্যাঞ্চাইজি লিগ মানে শুধু যে চার-ছক্কার জোয়ার, চিয়ারলিডারদের নাচ, গ্যালারির বিনোদন নয়, বিসিসিআই মনে করিয়ে দিতে চাইছে। ভারতে ক্রিকেট মানে সংস্কৃতি। রন্ধ্রে রন্ধ্রে বইছে ব্যাট বলের প্রেম।

GT vs CSK, IPL 2023 : পাওয়ার প্লে-তে ৪ হাজার গাছ লাগালেন সামি! কীভাবে জানেন?
গ্রাফিক্স: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: May 23, 2023 | 8:39 PM

টি-২০ ক্রিকেটে ওভার প্রতি ১২ রান আজকাল কোনও ব্যাপারই নয়। পাওয়ার প্লে কিংবা ডেথে, ওভার প্রতি ২০ রানও ওঠে। আসলে আইপিএলে কথা কম কাজ বেশির নিয়ম চলে। অর্থাৎ, বল কম খেলে বেশি রান তোলাই সাফল্যের মন্ত্র। যদি বলা হয়, বল নষ্ট করা টি-২০ ক্রিকেটে অপরাধ, ভুল হবে না। কিন্তু এই ভুল যদি মন ভালো করে দেয়? এমনই অভিনব উদ্যোগের কথা জানাল আইপিএল (IPL 2023)। ফ্র্যাঞ্চাইজি লিগ মানে শুধু যে চার-ছক্কার জোয়ার, চিয়ারলিডারদের নাচ, গ্যালারির বিনোদন নয়, বিসিসিআই মনে করিয়ে দিতে চাইছে। ভারতে ক্রিকেট মানে সংস্কৃতি। রন্ধ্রে রন্ধ্রে বইছে ব্যাট বলের প্রেম। তাই এই ক্রিকেটকেই বেছে নিল বোর্ড, পরিবেশ বদলের জন্য। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

কী এই অভিনব উদ্যোগ? দিল্লির তাপমাত্রা কেন হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছে? কেন দেশের গড় তাপমাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে, কেন কমছে বৃষ্টির পরিমাণ, ক্রমশ রুক্ষ হয়ে যাচ্ছে কেন পরিবেশ? এইসব প্রশ্ন বারবার তুলছেন পরিবেশবিদরা। বিশ্ব উষ্ণায়ন নিয়ে সবমহলেই বাড়ছে চিন্তা। সেই ভাবনা মাথায় রেখেই আইপিএলে বৃক্ষরোপণের অভিনব ভাবনা বোর্ডের। ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, রোহিত শর্মা, ক্রুণাল পান্ডিয়ারা যদি কোনও বল ডট খেলেন তাহলে সেই বল প্রতি ৫০০ গাছ রোপণের দায় নিচ্ছে আইপিএল। অর্থাৎ, যত বল থমকাবেন ব্যাটাররা তত বাড়বে গাছের পরিমাণ। এ যেন অনেকটা ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’-এর স্লোগান তুলল বোর্ড। এই অভিনব উদ্যোগ নেওয়া শুরু হল এবারের আইপিএলের প্লে অফ থেকে। চেন্নাই বনাম গুজরাট ম্যাচের সময় ইলেকট্রনিক্স স্কোরবোর্ডে, টিভির স্কোরকার্ডে ব্যাটার আটকে গেলেই সবুজ গাছের সাইন ফুটে উঠতে দেখা গেল।

রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটার পর্যন্ত বলে গেলেন, অসম্ভব ভালো উদ্যোগ নিয়েছে বোর্ড। ব্যাটার যদি বল ডট খেলেন তাহলে টিম খেসারত হয়তো দেবে, ভালো দিক হল ডট বল প্রতি গাছের সংখ্যা বাড়বে। আইপিএল ভারতের অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলেছে। আইপিএল ভারতের সামার ভ্যাকেশনের সংজ্ঞা পাল্টে দিয়েছে। এই আইপিএল এ বার সবুজায়নের গুরুভার নিতে চলেছে। বোর্ডের এই উদ্যোগকে সোশ্যাল মিডিয়ায় সাধুবাদ জানাচ্ছেন সবাই। বোর্ডের কাছে টিভি৯ বাংলা জানতে চেয়েছিল, কীভাবে এই গাছ লাগানো হবে? কত পরিমাণ গাছ লাগানোর প্রকল্প নেওয়া হয়েছে? বোর্ডের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, প্রতি ডট বলে ৫০০ গাছ লাগানো হবে।

ব্যাটারের না হয় ভুল, বোলারের কিন্তু অসাধারণ কৃতিত্ব হতে চলেছে এই গাছ লাগানোর প্রকল্প। কী ভাবে জানেন? মহম্মদ সামির কথাই ধরা যাক। পাওয়ার প্লেতে সামি ২ ওভার বল করে আটটা ডট বল তুলে নিয়েছেন। বল প্রতি যদি ৫০০ গাছ হয় তাহলে দেশবাসীকে ৪ হাজার গাছ উপহার দিয়েছেন সামি। বাংলার পেসারের মতো দুরন্ত বোলারদের দিকেই এ বার তাকিয়ে থাকবেন ক্রিকেট ভক্তরা। ব্যাটারদের থামালেই যে গাছ আসবে!

ফ্র্যাঞ্চাইজি লিগ, টাকার খেলা, তরুণ প্রজন্মকে দিকভ্রষ্ট করার নিদারুণ প্রচেষ্টা— এমন অপপ্রচার কম নেই। কিন্তু আইপিএল অনেক সময় যে কয়েকধাপ এগিয়ে ভাবে, তাও তো প্রমাণ হল।