Yuvraj Singh: বাবর আজম, পোলার্ডদের ক্যাপ্টেন হলেন যুবরাজ সিং

LCT season 2: মার্চের ৭-১৮ তারিখ ৯০ বলের এই টুর্নামেন্টটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। গত সংস্করণ হয়েছিল গাজিয়াবাদে। ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় গত বার যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়েছিল ইন্দোর নাইটস এবং গুয়াহাটি অ্যাভেঞ্জার্সকে। ৯০ বলে এই ফরম্যাটে প্রতি দলের পাঁচ বোলার ৩ ওভার করে বোলিং করতে পারবেন। ৬০ বল পেরনোর পর কোনও এক বোলারকে চার ওভার করাতে পারে সেই টিমের অধিনায়ক।

Yuvraj Singh: বাবর আজম, পোলার্ডদের ক্যাপ্টেন হলেন যুবরাজ সিং
Image Credit source: X
Follow Us:
| Updated on: Feb 14, 2024 | 4:02 PM

এলসিটি সিজন ২-তে নিউইয়র্ক স্ট্রাইকার্সের ক্যাপ্টেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। তাঁর টিমে রয়েছেন বাবর আজম, রশিদ খান, কায়রন পোলার্ড, ইমাম উল হক, নাসিম শাহ, মাতিসা পাথিরানা, রহমানুল্লা গুরবাজ, আসিফ আলি এবং মহম্মদ আমিরের মতো তারকা ক্রিকেটাররা। এই টিমের শুধু নেতাই নন, আইকন প্লেয়ারও যুবরাজ সিং। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এলসিটির প্রথম সংস্করণটি হয়েছিল ২০ ওভারের ফরম্যাটে। এ বার হবে ৯০ বলের ফরম্যাট। যুবরাজ সিংয়ের যোগ দেওয়া টুর্নামেন্টে আলাদা মাত্র যোগ করবে বলে মনে করে নিউ ইয়র্ক ফ্র্যাঞ্চাইজি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যুবরাজ যোগ দেওয়ায় আমাদের টিম আরও শক্তিশালী হবে। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা এবং লিডারশিপ দলের সম্পদ।’

মার্চের ৭-১৮ তারিখ ৯০ বলের এই টুর্নামেন্টটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। গত সংস্করণ হয়েছিল গাজিয়াবাদে। ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় গত বার যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়েছিল ইন্দোর নাইটস এবং গুয়াহাটি অ্যাভেঞ্জার্সকে। ৯০ বলে এই ফরম্যাটে প্রতি দলের পাঁচ বোলার ৩ ওভার করে বোলিং করতে পারবেন। ৬০ বল পেরনোর পর কোনও এক বোলারকে চার ওভার করাতে পারে সেই টিমের অধিনায়ক।

ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় থাকবেন যুবরাজ সিং। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ জেতে ভারত। টুর্নামেন্টে সেরার পুরস্কার জিতেছিলেন যুব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও বর্ণময় কেরিয়ার ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের।