T20 World Cup 2021: প্রোটিয়া দিয়ে শুরু পাক দিয়ে শেষ, নেপথ্যে ওয়েড-স্টোইনিস জুটি
দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাথু ওয়েড (Matthew Wade) ও মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) জুটিই দলকে প্রথম জয় এনে দিয়েছিল। এবং টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও স্নায়ুর চাপ ধরে রেখে দলকে স্টোইনিস-ওয়েড জুটি শুধু জেতালেনই না তুললেন ফাইনালেও।
একটা ক্যাচের কারণে নাকি পাকিস্তান ফাইনালে উঠতে পারল না। এই কথাটাই ঘুরেফিরে বার বার আলোচনায় আসছে। কিন্তু শুধু একটা ক্যাচেই কী সব শেষ হতে পারে? দলগত ভুল না থাকলে অসম্ভব ভালো ছন্দে না থাকা পাকিস্তান (Pakistan) টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে যেত না। ১৯তম ওভারে হাসান আলি (Hasan Ali) ম্যাথু ওয়েডের ক্যাচটা ফস্কেছিলেন ঠিকই। কিন্তু তা ছাড়াও বাবর আজমের পাকিস্তান বেশ কয়েকটা ভুল করেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে পাকিস্তানকেই ফেভারিট হিসেবে এগিয়ে রেখেছিল অনেকেই। কিন্তু সেই তারাই ফাইনালে পৌঁছতে পারল না। অজিদের যে জুটি নিয়ে চর্চা চলছে সেই জুটি কিন্তু এর আগেও টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দলকে জিতিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাথু ওয়েড (Matthew Wade) ও মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) জুটিই দলকে প্রথম জয় এনে দিয়েছিল। এবং টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও স্নায়ুর চাপ ধরে রেখে দলকে স্টোইনিস-ওয়েড জুটি শুধু জেতালেনই না তুললেন ফাইনালেও। তবে হাসান আলির ক্যাচ ছাড়াটা নিয়ে যেভাবে চুলচেরা বিশ্লেষন হচ্ছে তা কিন্তু একেবারেই কাম্য নয়। তিনি হয়তো ওই ক্যাচটা ঠিক নিতে পারতেন, কিন্তু সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি কোনও উইকেট পাননি। যা ম্যাচের সময় তাঁকে নিশ্চয় বিচলিত করে তুলেছিল। কেউ তো ইচ্ছে করে ক্যাচ ফেলে দেয় না। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়াও ক্যাচ মিস করেছে। তবে ম্যাচের শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলে ফেলেন হাসানের ক্যাচ মিসটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ব্যাস এতেই লেগে গেল হইহই কাণ্ড, রইরই ব্যাপার।
পাকিস্তান এ বারের টুর্নামেন্টে ভীষণ ভালো পারফরম্যান্স করেছে। এ নিয়ে দ্বিতীয় কোনও কথা হবে না। হাসান আলির ক্যাচ ছাড়াটা বাদ দিলেও শাহিনের এক ওভারে তিনটে ছয়, রান আউট করার কয়েকটা সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান। প্রায় তিন তিনটে রান আউটের সুযোগ হারিয়েছে পাকিস্তান। ফলে শুধু ক্যাচ মিসের ব্যাপারটাকে বড় করে দেখানোর কোনও মানে হয় না।
অস্ট্রেলিয়া টসে জিতে ভালো ফন্দি এটেছিল। পাকিস্তানের ইনিংস চলাকালীন অস্ট্রেলিয়া তাদের সেরা বোলারদের রেখেদিয়েছিল দ্বিতীয়ার্ধের জন্য। অজিরা অপেক্ষাকৃত দুর্বল বোলারদের দিয়ে শুরুতে খেলিয়ে নেয়। তাদের শুরু থেকেই লক্ষ্য ছিল যেভাবেই হোক পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা। ২০১০ সালে তারা টুর্নামেন্ট জিততে পারেনি। ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয় অজিদের। তবে এ বার কিউয়িদের হারিয়ে ট্রফির স্বাদ নেওয়াই আসল লক্ষ্য ওয়ার্নারদের। দুই দলই যথেষ্ট পরিশ্রম করে ফাইনালে পৌঁছেছে। আর একটা শেষ ম্যাচের পালা। দুই দলই কোনও ঝুঁকি নিতে নারাজ। একে অপরকে সমীহ করে রবিবারের মেগা ফাইনালে নামতে চলেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।