Babar Azam: বাবরকে ক্যাপ্টেন বানাল কে? সেই ‘আইনস্টাইন’কে খুঁজছেন শোয়েব আখতার
Watch Video: শোয়েব আখতারের সহ্যের সীমা যেন ছাড়িয়ে গিয়েছে। তিনি বাবর আজমের উপর রেগে লাল হয়ে গিয়েছেন। তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে আঙুল তুলেছেন। গত বছরের ওডিআই বিশ্বকাপের পর ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। এ বার টি-২০ বিশ্বকাপের আগে ফের বাবরকে পাকিস্তানের ক্যাপ্টেন বানানো হয়।
কলকাতা: একের পর এক সমালোচনার তিরে বিদ্ধ পাকিস্তানের ক্যাপ্টন বাবর আজম (Babar Azam)। গ্রিন আর্মির বিশ্বকাপ (T20 World Cup) মিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারপর সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা বাবরদের উপর ক্ষুব্ধ। চাঁচাছোলা ভাষার তাঁরা আক্রমণ করছেন পাকিস্তানের ক্রিকেটারদের। দ্বিতীয় বার পাকিস্তানের ক্যাপ্টেন্সির দায়িত্ব পেলেও বাবর সেই পরীক্ষায় উতরোতে পারেননি। পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার তো এ বার বলেই দিলেন, ‘বাবর ক্যাপ্টেন হওয়ার যোগ্যই নয়।’ রাগে ফুঁসতে ফুঁসতে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস পাকিস্তানের এক শো-তে জানতে চান, ‘বাবরকে কে ক্যাপ্টেন বানিয়েছে?’
শোয়েব আখতারের সহ্যের সীমা যেন ছাড়িয়ে গিয়েছে। তিনি বাবর আজমের উপর রেগে লাল হয়ে গিয়েছেন। তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে আঙুল তুলেছেন। গত বছরের ওডিআই বিশ্বকাপের পর ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। এ বার টি-২০ বিশ্বকাপের আগে ফের বাবরকে পাকিস্তানের ক্যাপ্টেন বানানো হয়। শোয়েবের কথায়, ‘আমি জানতে চাই বাবর আজমকে শুরুতে কে ক্যাপ্টেন বানিয়েছিল? সেই আইনস্টাইন কে? আমি জানতে চাই ওই ব্যক্তিকে। সে কি আদৌ কাজের যোগ্য। ক্যাপ্টেন্সি সম্পর্কে তাঁর কি আদৌ কোনও ধারণা আছে? আমি বরাবর বলে এসেছি, বাবর ক্যাপ্টেন্সি করার যোগ্য নয়।’
প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার মনে করেন, ওপেনিংয়ে না নেমে বাবরের উচিত পরের দিকে নেমে ম্যাচ ফিনিশ করা। তিনি বলেব, ‘ওর চারে নামা উচিত। ম্যাচ ফিনিশ করা উচিত। ওর ম্যাচ জেতানো উচিত। যদি ও সেটা করতে না পারে, তা হলে টি-২০-তে সুযোগ পাবে না। আর এটা না করতে পারলে বাবর টি-২০ তো বটেই, ওডিআইতেও সুযোগ হারাতে পারে।’
Shoaib Akhtar says Babar Azam is not captaincy material. He says if Babar does not take pressure and finish matches for Pakistan, he cannot keep his place in ODI and T20I teams 🇵🇰🤯
Do you agree with him? #T20WorldCup pic.twitter.com/9TtKpxHkYQ
— Farid Khan (@_FaridKhan) June 22, 2024
পাকিস্তান এ বারের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। আমেরিকা ও ভারতের কাছে গ্রুপ পর্বের প্রথম ২ ম্যাচ হেরে পাকিস্তানের চাপ বেড়ে যায়। গ্রুপ পর্বের শেষ ২ ম্যাচ জিতেও পাকিস্তানের লাভ হয়নি। বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে।