T20 World Cup 2024: বল গড়ানোর আগেই প্রবল চাপে ভারত, তাড়া করবেন শান্তরা
India vs Bangladesh: অ্যান্টিগায় আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। সুপার এইটে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ হেরেছিল। অন্যদিকে টিম ইন্ডিয়া আফগানদের হারিয়ে বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করেছে।
কলকাতা: রোহিত বিগেডের মাথায় ঘুরছে এখন একটাই বিষয়। বাংলাদেশকে হারাও সেমিফাইনালের রাস্তা সহজ করো। এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভালো ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। গ্রুপ পর্বে অপরাজিত ছিল ভারত। তারপর আফগানদের হারিয়ে সুপার এইটে বড় জয় দিয়ে সফর শুরু করেছে মেন ইন ব্লু। এ বার সুপার এইটে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করতে চাইছেন রোহিতরা। অস্ট্রেলিয়ার কাছে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তরা তাই আপ্রাণ চেষ্টা করবেন ভারতকে হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকতে। এই ম্যাচে বৃষ্টি, বজ্রপাতের সম্ভবনা রয়েছে। আপাতত টস নির্ধারিত সময়েই হয়েছে। ম্যাচ নির্বিঘ্নে হবে কিনা সেটাই দেখার। কেমন হল এই ম্যাচে দুই দলের একাদশ? জেনে নিন বিস্তারিত।
টস জিতে প্রথমে টিম ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন। আপাতত টস হেরে প্রবল চাপে ভারত। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা তেমনটা বলছেন না। টসের পর রোহিত বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করতে চাইছিলাম। আর সেটাই পেলাম। উইকেট ভালো দেখাচ্ছে। এ বার দেখা যাক পরিস্থিতি অনুযায়ী পিচ কেমন হয়। আমাদের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’
শুরুতে ফিল্ডিং বেছে নেওয়ার পর বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত বলেন, ‘প্রথমে বোলিং করব আমরা। আমরা ওদের কম রানে আটকে দিতে চাই। এটাই পরিকল্পনা। পরিস্থিতি সম্পর্কে অবগত আমরা। বাতাস একটা ফ্যাক্টর হতে চলেছে। এই উইকেটে ১৫০-১৬০ রান ভালো বলা যেতে পারে।’ শান্ত জানান, আজকের ম্যাচে তাসকিন খেলবেন না।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একাদশ — রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের একাদশ — তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।