Gautam Gambhir : মাঠে কেন বারবার ঝামেলা? বিরাট-ধোনি সম্পর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর

Virat vs Gautam : এ বছরের আইপিএল চলাকালীন আরসিবির তারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিরাট ঝামেলায় জড়িয়েছিলেন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ক্রিকেট মহলে। এরপর দুই তরফ থেকেই সময় সুযোগ বুঝে চলে খোঁচা দেওয়া। এ বার বিরাটের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী গৌতম গম্ভীর।

Gautam Gambhir : মাঠে কেন বারবার ঝামেলা? বিরাট-ধোনি সম্পর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর
Gautam Gambhir : মাঠে কেন বারবার ঝামেলা? বিরাট-ধোনি সম্পর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 12:43 PM

নয়াদিল্লি : সময় বদলে যায়। কিন্তু কিছু মানুষ কখনও বদলায় না। ভালো সম্পর্ক যে সব সময় ভালোই থাকবে তেমনটাও হয় না। ২২ গজের লড়াই যাঁরা মাঠের বাইরে অবধি টেনে আনেন, তাঁদের মধ্যে তিক্ততা থাকাটাই স্বাভাবিক। এ বছরের আইপিএল চলাকালীন আরসিবির তারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিরাট ঝামেলায় জড়িয়েছিলেন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ক্রিকেট মহলে। এরপর দুই তরফ থেকেই সময় সুযোগ বুঝে চলে খোঁচা দেওয়া। এ বার বিরাটের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী গৌতম গম্ভীর। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তিনি ক্রিকেট ব্র্যান্ড। আর গৌতম গম্ভীর এখন খেলেন না। তবে ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে। শুধু ভূমিকা বদলে গিয়েছে। গৌতম আগে যেমন ছিলেন, এখনও তেমনই রয়েছেন। রাখ ঢাক করে কিছু বলেন না তিনি। নিজের মনের ভাব সব সময় প্রকাশ করে এসেছেন গৌতম। তাই সম্প্রতি কোহলি ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন জিজ্ঞাসা করা হলে তিনি পরিষ্কার উত্তর দিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মাঠের মধ্যে যে ঝামেলা হয় তা মাঠের বাইরে নিয়ে আসার তত্ত্বে বিশ্বাসী নন গৌতম। ধোনি ও কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন এই প্রশ্নের উত্তরে গৌতম বলেন, ‘আমি সচরাচর আমার সম্পর্ক নিয়ে কোনও ব্যখ্যা দেওয়া পছন্দ করি না। তবে আমাকে বার বার প্রশ্ন করা হয় মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক কেমন? আসলে ওদের দু’জনের সঙ্গে আমার সম্পর্ক একই রকম। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি বা অন্য কোনও ক্রিকেটারের সঙ্গে আমার যে ঝামেলা হয়েছে, তা আমি কখনও ব্যক্তিগত স্তরে নিয়ে যাই না। আমার ঝামেলা, লড়াই সব কিছু মাঠের মধ্যেই সীমাবদ্ধ। আমরা সকলেই মাঠের মধ্যে জিততে চাই। কোহলি দেশের জন্য এখনও অবধি যা করেছে তার জন্য আমি ওকে সম্মান করি।’

সদ্য অস্ট্রেলিয়ার কাছে WTC ফাইনালে হেরেছে ভারত। ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতের হারের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এরই মাঝে বিরাট-ধোনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খোলার পাশাপাশি WTC ফাইনালে হারের জন্য ভারতের সমর্থকদের দিকে আঙুল তুলেছেন গৌতি। নিজের বক্তব্য ব্যাখ্যা করে গৌতম বলেন, ‘আসলে আমাদের দেশের সমর্থকরা দলকে ভালোবাসে না। ওরা ব্যক্তিপুজো করে। টিমের থেকেও দলের তারকা ক্রিকেটারের জন্য আমরা গলা ফাটাই। অথচ ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা অন্যান্য দেশের ফ্যানদের দেখুন। ওদের কাছে টিমটাই সব। ওরা ব্যক্তিগতভাবে কোনও ক্রিকেটারকে প্রাধান্য দেয় না।’