Gautam Gambhir: বোর্ডকে মানতে হবে এক শর্ত, তা হলেই দ্রাবিড়ের হটসিটে বসবেন গম্ভীর
Team India: গত কয়েকদিন ধরে ভারতের নতুন কোচ খুঁজছে বোর্ড। কারণ, এ বছরের টি-২০ বিশ্বকাপের পর ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হচ্ছে। এর আগে জানা গিয়েছিল, বিদেশি কোচেরও সন্ধানে রয়েছে বোর্ড। অবশ্য সম্প্রতি বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, কোনও অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে ভারতের কোচ হওয়ার জন্য যোগাযোগ করা হয়নি।
কলকাতা: গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় ক্রিকেট মহলে এখন বহু আলোচিত নাম। নাইট রাইডার্সের মেন্টর ভারতের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরই ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ ফুরোবে। তাই বোর্ড ভারতীয় টিমের জন্য নতুন কোচের সন্ধানে রয়েছে। অনেকেই বলছেন, রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) হটসিটে বসার যোগ্য গৌতম গম্ভীর। সম্প্রতি দৈনিক জাগরণের এক রিপোর্টে জানানো হয়েছে, গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার জন্য তৈরি। কিন্তু তাঁর এক শর্ত মানতে হবে বিসিসিআইকে।
ভারতের হেড কোচ হওয়ার জন্য বোর্ডের সামনে কী শর্ত রেখেছেন গৌতম গম্ভীর?
গত কয়েকদিন ধরে ভারতের নতুন কোচের সন্ধানে রয়েছে বিসিসিআই। জানা গিয়েছে, গৌতম গম্ভীরের সঙ্গে বোর্ড যোগাযোগ করেছিল। সূত্রের খবর অনুযায়ী, বিরাট-রোহিতদের কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন গৌতম গম্ভীর। তিনি অবশ্য এখনও হেড কোচ হওয়ার জন্য আবেদন করেননি। ২৭ তারিখ সন্ধে ৬টার মধ্যে এই আবেদন জমা দিতে হবে। সূত্রের মতে, গৌতম বোর্ডকে জানিয়েছেন, তিনি তখনই আবেদন করবেন যখন বিসিসিআই তাঁকে হেড কোচ করা হবে বলে ইঙ্গিত দেবে।
গৌতম গম্ভীর কেকেআরে মেন্টর হয়ে ফেরার পর দলের ভাগ্যও ফিরেছে। শোনা গিয়েছে, এর আগে নাইট টিমের মালিক শাহরুখ খান জানিয়েছিলেন গৌতমকে ১০ বছরের জন্য কেকেআরের দায়িত্ব দিতে চান তিনি। এ বার গৌতম যদি ভারতের হেড কোচ হন, তা হলে তাঁকে কেকেআর টিম ছাড়তে হবে। এ বার দেখার শেষ অবধি কী হয়। কে হন টিম ইন্ডিয়ার নতুন কোচ।
এর আগে জানা গিয়েছিল, বিদেশি কোচেরও সন্ধানে রয়েছে বোর্ড। অবশ্য সম্প্রতি বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, কোনও অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে ভারতের কোচ হওয়ার জন্য যোগাযোগ করা হয়নি। বরং যাঁদের ভারতীয় ক্রিকেট সম্পর্কে গভীর বোধ রয়েছে, তাঁদের দিকে মনোনিবেশ করছে বোর্ড।