Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR: রিঙ্কুর প্রশংসায় গৌতম, প্রাক্তন অধিনায়ককে বিশেষ উপহার কেকেআরের

IPL 2023: ইডেনেক সঙ্গে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। একসময় এখানে তাঁর ব্যাটে রানের বন্যা বইত। এখন সেখানে তিনি দেখলেন নাইটদের নতুন তারকার দুরন্ত ইনিংস। ম্যাচের শেষে তাই নিজের টুইটারে রিঙ্কুর প্রশংসাও করেছেন গৌতি।

KKR: রিঙ্কুর প্রশংসায় গৌতম, প্রাক্তন অধিনায়ককে বিশেষ উপহার কেকেআরের
রিঙ্কুর প্রশংসায় গৌতম, প্রাক্তন অধিনায়ককে বিশেষ উপহার কেকেআরের
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 4:30 PM

কলকাতা: চলতি আইপিএলে (IPL 2023) একাধিক নাটকীয় ম্যাচ দেখা গিয়েছে। লাস্ট বল অবধি গড়ানো ম্যাচেরও শেষ নেই। শনি-রাতে ইডেনে দেখা গেল একটা হাড্ডাহাড্ডি ম্যাচ। মাত্র ১ রানে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হেরেছে কেকেআর (KKR)। এই হারের পর এ বারের মতো কলকাতা নাইট রাইডার্সের আইপিএল যাত্রা শেষ হল। কেকেআরের যোদ্ধা রিঙ্কু সিং (Rinku Singh) শেষ বল অবধি দলকে জেতানোর জন্য লড়ে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যদেবীর ইচ্ছে যেন অন্য কিছু ছিল। ২০১৪ সালের পর থেকে কেকেআরের ঝুলিতে আর আসেনি আইপিএল ট্রফি। নাইটদের ২ বার আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এক সময়ের নাইট নেতা ইডেনে শনিবার ছিলেন সুপার জায়ান্টসয়ের ডাগআউটে। কেকেআর হারলেও ম্যাচ শেষ হওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন রিঙ্কু সিং। ম্যাচের শেষে গৌতিও শুভেচ্ছা জানিয়েছেন রিঙ্কুকে। আর কেকেআর তাদের প্রাক্তন অধিনায়ককে দিয়েছে বিশেষ উপহারও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবদেন।

ম্যাচের শেষে দেখা গিয়েছিল ইডেনে রিঙ্কু সিং, নীতীশ রানা ও সূয়াশ শর্মাদের সঙ্গে কথা বলছেন গৌতম গম্ভীর। যে ইডেন একসময় গৌতমের ঘরের মাঠ ছিল (কেকেআরের হয়ে গৌতম আইপিএলে খেলার সময়) তা এখন গৌতমের প্রতিপক্ষ দলের ঘরের মাঠ। এই মাঠের সঙ্গে গৌতমের একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। একসময় এখানে তাঁর ব্যাটে রানের বন্যা বইত। এখন সেখানে তিনি দেখলেন নাইটদের নতুন তারকার দুরন্ত ইনিংস। ম্যাচের শেষে তাই নিজের টুইটারে রিঙ্কুর প্রশংসাও করেছেন গৌতি। রিঙ্কু সিং, নীতীশ রানা ও সূয়াশ শর্মাদের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার গৌতম লেখেন, ‘আজ দারুণ চেষ্টা করল রিঙ্কু! এক অসাধারণ প্রতিভা!’

ইডেনে শনি-রাতে ম্যাচের শেষে কেকেআর তাদের প্রাক্তন অধিনায়ককে দিল বিশেষ উপহার। কেকেআরে থাকাকালীন ২৩ নম্বর জার্সি পরতেন গম্ভীর। তাই সেই ‘২৩’ নম্বরের GG লেখা কেকেআর জার্সি উপহার দেওয়া হয়েছে গম্ভীরকে। সেই জার্সি হাতে নীতীশ রানা ও গৌতমের কোলাজ ছবি শেয়ার করেছে কেকেআর। সেখানে গৌতম ও ছোট্ট রানার একটি ছবি রয়েছে। অপর একটি ইডেনে রানা ২৩ নম্বর জার্সি দিচ্ছেন গৌতমকে।

শনিবার ইডেনের গ্যালারিতে গৌতমের ভক্তরা তাঁর জন্য এক বড় প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। যেখানে লেখা ছিল, ‘গৌতম গম্ভীরকে কেকেআরে ফেরাও।’ আজও যে ইডেনের গ্যালারি গৌতমকে ভালোবাসে তার প্রমাণ পাওয়া গেল। কলকাতাকেও গৌতম যে কতটা ভালোবাসেন, তার প্রমাণ তিনি দিয়েছেন শনি-বার গভীর রাতে। টুইটারে লখনউয়ের মেন্টর ও কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম চারটি ছবি শেয়ার করে একটি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘তোমরা তো জানোই আমি কলকাতাকে কতটা ভালোবাসি।’