Hardik Pandya : হার্দিককে ‘অপমান’ করার চেষ্টা ক্যারিবিয়ান কিংবদন্তির, পেলেন মুখের উপর জবাব

ওডিআই সিরিজ ১-১ ব্যবধানে থাকায় সিরিজের ফলাফল নিয়ে সকলেই উদগ্রীব ছিলেন। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লাগাতার ১২টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জয়ের রেকর্ড ধরে রাখতে পারে কি না সেটাই দেখার ছিল।

Hardik Pandya : হার্দিককে 'অপমান' করার চেষ্টা ক্যারিবিয়ান কিংবদন্তির, পেলেন মুখের উপর জবাব
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 11:06 AM

ত্রিনিদাদ : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক ওডিআই ম্যাচেও নেতৃত্ব দিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দ্বিতীয় ওডিআই ম্যাচের পর তৃতীয় ম্যাচেও রোহিত শর্মা ও বিরাট কোহলি একাদশের বাইরে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল শেষবার ২০০৬ সালের সিরিজ হেরেছিল। এরপর ক্যারিবিয়ানরা ৫০ ওভারের সিরিজে ভারতের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি (Ind vs WI)। চলতি বছরে ওডিআই বিশ্বকাপের জন্যও কোয়ালিফাই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ওডিআই সিরিজ ১-১ ব্যবধানে থাকায় সিরিজের ফলাফল নিয়ে সকলেই উদগ্রীব ছিলেন। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লাগাতার ১২টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জয়ের রেকর্ড ধরে রাখতে পারে কি না সেটাই দেখার ছিল। ম্যাচের আগে এই রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে বিচলিত করে দিতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড স্যামুয়েল বদ্রী। জবাবে কী বললেন পান্ডিয়া? বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শেই হোপ। সেই সময় দুই অধিনায়কের সাক্ষাৎকার নিচ্ছিলেন প্রাক্তন স্পিনার স্যামুয়েল বদ্রী। তিনি হার্দিককে স্মরণ করিয়ে দিয়ে বলেন- ভারত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লাগাতার ১২টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জিতেছে। এই রেকর্ড ভেঙে যাওয়ার ম্যাচে নিশ্চয় আপনি ক্যাপ্টেন হতে চাইবেন না? এমন প্রশ্নে মোটেও চাপে পড়লেন না হার্দিক। উল্টে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে দিলেন, “ঠিকই আছে। আমি চাই অন্যদের থেকে আলাদা হতে।”

মাঠের পারফরম্যান্সেও ক্যারিবিয়ানদের জবাব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। এদিন ভারতীয় দলের চার ব্যাটার অর্ধশতরানের ইনিংস খেলেন। ওপেনিং জুটি শুভমন গিল ও ঈশান কিষাণের পর সঞ্জু স্যামসন এবং হার্দিক নিজেও অর্ধশতরান করেন। ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান ওঠে ভারতীয় দলের স্কোরবোর্ডে। ওডিআইতে এটাই ভারতীয় দলের সর্বাধিক স্কোর। হার্দিক ৫২ বলে ৭০ রান করেন।