Ishan Kishan : টানা তিন ম্যাচে অর্ধশতরান, বিশ্বকাপ টিকিটের দৌড়ে স্যামসনকে পিছনে ফেললেন ঈশান

সিরিজে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিজেদের সরিয়ে রেখেছিলেন তরুণদের জায়গা করে দেওয়ার জন্য। সেই সুযোগটা ভরপুর কাজে লাগালেন ঝাড়খণ্ডের বাঁ হাতি ব্যাটার ঈশান কিষাণ।

Ishan Kishan : টানা তিন ম্যাচে অর্ধশতরান, বিশ্বকাপ টিকিটের দৌড়ে স্যামসনকে পিছনে ফেললেন ঈশান
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 11:21 AM

ত্রিনিদাদ : সদ্য শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (Ind vs WI) তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে লজ্জার হার পেতে হয়েছিল ভারতীয় দলকে। দ্বিতীয় ম্যাচে পা হড়কানোর পর তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে জিতে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সিরিজে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিজেদের সরিয়ে রেখেছিলেন তরুণদের জায়গা করে দেওয়ার জন্য। সেই সুযোগটা ভরপুর কাজে লাগালেন ঝাড়খণ্ডের বাঁ হাতি ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)। ভারত জিতুক বা হারুক, ঈশানের ব্যাটে তিন ম্যাচেই এল অর্ধশতরানের ইনিংস। শেষ ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলেছেন। ৪৩ বলে অর্ধশতরান করেছিলেন। ওডিআই বিশ্বকাপের ট্রায়াল বলে ধরা হয়েছে এই সিরিজকে। তাতে সর্বাংশে সফল ঈশান। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দুই উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ এবং সঞ্জু স্যামসনের মধ্যে চলছে ওডিআই বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই। দু’জনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলেছেন। তার মধ্যে ক্যারিবিয়ান সফরে দুরন্ত ফর্মে পাওয়া গিয়েছে ঈশানকে। তৃতীয় ওডিআইতে ওপেনিংয়ে নেমে ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলার পর স্টাম্প আউট হন। ৪টি চার এবং ৩টি ছয় হাঁকিয়েছেন এই ইনিংসে। এর পাশাপাশি শুভমন গিলের সঙ্গে ওপেনিং জুটিতে ১৪৩ রানের পার্টনারশিপ গড়েন। এই পারফরম্যান্সে সঞ্জু স্য়ামসনের বিশ্বকাপের পথ প্রায় বন্ধ করে দিলেন ঈশান। সুস্থ হয়ে উঠলে ২০২৩ বিশ্বকাপে লোকেশ রাহুলই থাকবেন প্রধান উইকেটকিপার ব্যাটার। ব্যাকআপ কিপারের জায়গার জন্য সঞ্জু ও ঈশানের মধ্যে এগিয়ে রয়েছেন দ্বিতীয়জন। কিপিংয়ের পাশাপাশি ব্যাকআপ ওপেনার হিসেবেও পাওয়া যাবে তাঁকে।

তিন ম্যাচে টানা পঞ্চার্শোর্ধ্ব স্কোর গড়ার নিরিখে এমএস ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ঈশান কিষাণ। ১৯৮২ সালে প্রথম বার এই কীর্তি গড়েছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এরপর ১৯৮৫ সালে দিলীপ বেঙ্গসরকর এবং ১৯৯৩ সালে মহম্মহ আজহারউদ্দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচে পঞ্চাশ বা তার বেশি স্কোর গড়েন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নজির এসেছিল মহেন্দ্র সিং ধোনির ব্যাটে। এরপর ২০২০ সালে শ্রেয়স আইয়ারের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একই নজির গড়লেন ঈশান কিষাণ।