India vs Australia: নিজামের শহরে আজ সিরিজের ‘ফাইনাল’

Hyderabad: ভারতীয় ব্যাটিং বিভাগ কিছুটা আস্বস্ত হতে পারে গত ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিংয়েও। ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক। লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বোলিংয়ে পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। রোহিত-হার্দিক জুটি নিয়ন্ত্রণ হারায়নি।

India vs Australia: নিজামের শহরে আজ সিরিজের 'ফাইনাল'
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2022 | 6:30 AM

হায়দরাবাদ : দ্বিপাক্ষিক সিরিজে ফাইনাল হয় না। তবে অনেক ক্ষেত্রেই হয়। যেমন এ বারও হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ এখন সমতায়। তৃতীয় ম্যাচে যে জিতবে সিরিজ তার। মোহালিতে বিরাট স্কোর গড়েও হেরেছিল ভারত। চিন্তার বিষয় স্লগ ওভার বোলিং। ফিল্ডিংও খারাপ হয়েছিল। তিনটি ক্যাচ ফেলেছিল ভারত। নাগপুরে দ্বিতীয় টি ২০ হওয়া নিয়েই সন্দেহ ছিল। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় অপেক্ষা করতে হয়েছে। আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয়েছে ম্যাচ। তাও ৮ ওভারের। এত সংক্ষিপ্ত ম্যাচ থেকে খুব বেশি ভুল ত্রুটি বোঝা যায় না। স্লগ ওভার বোলিং সমস্যা যে মেটেনি, তা অবশ্য ধরা পড়েছে। টসে হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। ৮ ওভারে ৯০ রান করেছিল তারা। এর মধ্যে শেষ তিন ওভারে এসেছে ৪৪ রান। চোট সারিয়ে ফেরা জসপ্রীত বুমরা ভরসা দিয়েছেন। গত দু’ম্যাচেই অনবদ্য বোলিং অক্ষর প্যাটেল। চিন্তা রাখছে হর্ষল প্যাটেলের বোলিং। চোট সারিয়ে ফেরার পর দুই ম্যাচ খেলেছেন। এখনও অবধি ভরসা দিতে পারেননি। বিশেষত স্লগ ওভারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। সেরা কম্বিনেশন বেছে নেওয়াই লক্ষ্য ভারতের। হাতে আর মাত্র ৪ ম্য়াচ। অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ রয়েছে। ব্যাটিং বিভাগ, বিশেষত মিডল অর্ডার নিয়ে আস্বস্ত থাকতে পারে ভারতীয় শিবির। স্লগ ওভার বোলিং নিয়ে একেবারেই নয়। গত ম্যাচে বাদ দেওয়া হয়েছিল সিনিয়র পেসার ভুবনেশ্বর কুমারকে। জসপ্রীত বুমরা দীর্ঘ সময় পর ফিরলেও নিখুঁত ইয়র্কারে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট ছিটকে দিয়েছেন। স্লগ ওভারে বুমরা বড় ভরসা হয়ে উঠবেন, সেটাই প্রত্যাশিত। তবে উল্টোদিক থেকে রান খরচ হতে থাকলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি সম্ভব নয়। হায়দরাবাদে তৃতীয় ম্যাচে হয়তো ফেরানো হতে পারে ভুবনেশ্বরকে। স্লগ ওভারে তাঁকে কতটা ব্যবহার করা হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। এশিয়া কাপ হোক কিংবা মোহালি ম্যাচ। স্লগ ওভারে একেবারেই ভরসা দিতে পারেননি ভুবি। হর্ষল প্যাটেল স্লগ ওভার বিশেষজ্ঞ। দু ম্যাচে ৬ ওভারে দিয়েছেন ৮১ রান। মোহালি ম্যাচের পর সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, হর্ষল সবে চোট সারিয়ে ফিরেছে, তাঁকে সময় দিতে হবে।

ভারতীয় ব্যাটিং বিভাগ কিছুটা আস্বস্ত হতে পারে গত ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিংয়েও। ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক। লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বোলিংয়ে পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। রোহিত-হার্দিক জুটি নিয়ন্ত্রণ হারায়নি। শেষ ওভারে দীনেশ কার্তিক ম্যাচ ফিনিশ করেন। লেগ স্পিনের বিরুদ্ধে বাঁ হাতি পেস এবং লেগ স্পিনের বিরুদ্ধে ব্যাটিং দুর্বলতা কিছুটা অস্বস্তিতে রাখতে পারে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও বোলিংয়ের দিক থেকে ভালো জায়গায় নেই। প্রথম ম্যাচে ২০৮ রান করেছে ভারত। হার্দিক পান্ডিয়া অনবদ্য় খেলেছেন। বিশ্বকাপের আগে এই সিরিজে দু’দলেরই মূল চিন্তা বোলিং। হায়দরাবাদে সিরিজের নির্ণায়ক ম্যাচে নজরে থাকবে দু’দলের বোলিং পারফরম্যান্স।