Rahul Dravid: রাহুল দ্রাবিড়ের পদে কে? আবেদন করছেন অনেক ‘ক্রিকেট বিশেষজ্ঞ’!
Indian Cricket Team Coach: ভারতের পরবর্তী কোচ কে হবেন, এই নিয়ে নানা জল্পনা। রাহুল দ্রাবিড় আর আবেদন করবেন না, এমনটাই খবর। বিকল্প হিসেবে উঠে আসছে ভিভিএস লক্ষ্মণের নাম। নেতৃত্বের ক্ষেত্রে যেমন ভিন্ন ফরম্যাটে ভিন্ন কাউকে বেছে নেওয়া হয়, কোচের ক্ষেত্রেও এমন হবে কিনা, নিশ্চিত নয়। ভারতীয়দের মধ্যে কোচের দৌড়ে উঠে আসছে আশিস নেহরা, গৌতম গম্ভীরের নামও।
গত বছর ওয়ান ডে বিশ্বকাপ অবধি চুক্তি ছিল। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে এরপরই সরে যেতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুবই অল্প সময় থাকায় দ্রাবিড়কেই কোচ হিসেবে রেখে দেওয়া হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই চুক্তিও শেষ হয়ে যাচ্ছে। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বোর্ড। রাহুল দ্রাবিড়ও পুনরায় আবেদন করতে পারবেন। কিন্তু বিজ্ঞাপন নিয়ে চলছে মজার ঘটনাও!
ভারতের পরবর্তী কোচ কে হবেন, এই নিয়ে নানা জল্পনা। রাহুল দ্রাবিড় আর আবেদন করবেন না, এমনটাই খবর। বিকল্প হিসেবে উঠে আসছে ভিভিএস লক্ষ্মণের নাম। নেতৃত্বের ক্ষেত্রে যেমন ভিন্ন ফরম্যাটে ভিন্ন কাউকে বেছে নেওয়া হয়, কোচের ক্ষেত্রেও এমন হবে কিনা, নিশ্চিত নয়। ভারতীয়দের মধ্যে কোচের দৌড়ে উঠে আসছে আশিস নেহরা, গৌতম গম্ভীরের নামও। বিদেশি কোচের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ তথা আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের দায়িত্বে থাকা জাস্টিন ল্যাঙ্গারও আগ্রহ প্রকাশ করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড আগ্রহী চেন্নাই সুপার কিংস স্টিফেন ফ্লেমিংকে নিয়েও। তবে ফ্লেমিং নিজে আবেদন করবেন কিনা, সময়ই বলবে। কোচ নিয়োগ নিয়ে চলছে নানা মজাও। সোশ্যাল মিডিয়ায় অনেক ‘ক্রিকেট বিশেষজ্ঞ’ই দেখা যায়। যারা ভারতীয় ক্রিকেট সম্পর্কে অনেক খোঁজ খবর রাখেন।
Submitted my application form ✅
Hopefully under my expert coaching and guidance, India lifts the 2027 World Cup in South Africa. pic.twitter.com/lbyeld6hWo
— Johns (@JohnyBravo183) May 13, 2024
ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ চেয়ে দেওয়া বিজ্ঞাপনে এমনই মজার সব কমেন্ট আসছে। যেখানে দেখা গিয়েছে, অনেকেই এই পদের জন্য আবেদন করেছেন! সেটার স্ক্রিন শট দিয়ে নানা মজার কমেন্টও পোস্ট করেছেন। পুরোটাই যে মজার ছলে, বলার অপেক্ষা রাখে না।
Joining meri hogi Shah sahab ne formality ke liye dalwa diya form 👍🏻 pic.twitter.com/nGWJUDskh7
— Gems of Shorts (@Warlock_Shabby) May 14, 2024