Ranji Trophy: রঞ্জি সেমিফাইনালে মন্ত্রীর সেঞ্চুরিতে এগিয়ে MP
Ranji Trophy 2024, Semifinal: রঞ্জি ট্রফির সেমিফাইনাল চলছে। দ্বিতীয় ইনিংসেও চাপে বিদর্ভ। প্রথম ইনিংসে ২৫২ রান করে মধ্যপ্রদেশ। শুরুতেই অবশ্য যশ দুবের উইকেট হারায় মধ্যপ্রদেশ। আর এক ওপেনার হিমাংশু মন্ত্রী ভরসা দেন মধ্যপ্রদেশকে। ছোট ছোট পার্টনারশিপে দলকে এগিয়ে নিয়ে যান। নকআউটের ম্যাচে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মধ্যপ্রদেশের কিপার ব্যাটার হিমাংশু মন্ত্রী। এই ম্যাচের তার অন্যথা হল না।
আবেশ খান, ভেঙ্কটেশ আইয়ারদের বোলিংয়ে রঞ্জির প্রথম দিন স্বস্তিতে ছিল মধ্যপ্রদেশ। দ্বিতীয় দিনও মধ্যপ্রদেশকেই চালকের আসনে বলা যায়। রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি বিদর্ভ ও মধ্যপ্রদেশ। প্রথম ইনিংসে বিদর্ভকে ১৭০ রানেই অলআউট করে মধ্যপ্রদেশ। জবাবে ২৫২ করে তারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রঞ্জি ট্রফির সেমিফাইনাল চলছে। দ্বিতীয় ইনিংসেও চাপে বিদর্ভ। প্রথম ইনিংসে ২৫২ রান করে মধ্যপ্রদেশ। শুরুতেই অবশ্য যশ দুবের উইকেট হারায় মধ্যপ্রদেশ। আর এক ওপেনার হিমাংশু মন্ত্রী ভরসা দেন মধ্যপ্রদেশকে। ছোট ছোট পার্টনারশিপে দলকে এগিয়ে নিয়ে যান। নকআউটের ম্যাচে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মধ্যপ্রদেশের কিপার ব্যাটার হিমাংশু মন্ত্রী। এই ম্যাচের তার অন্যথা হল না।
Joy for opener Himanshu Mantri as he reaches a 💯
Madhya Pradesh move to 191/5 and lead by 21 runs
Final session of the day coming up 🔜@IDFCFIRSTBank | #VIDvMP | #RanjiTrophy | #SF1
Scorecard ▶️ https://t.co/KsLiJPuYMZ pic.twitter.com/hGjFb1zG2x
— BCCI Domestic (@BCCIdomestic) March 3, 2024
মধ্যপ্রদেশ ইনিংসে সপ্তম উইকেট হিসেবে আউট হন মন্ত্রী। ২৬৫ বলে ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন হিমাংশু। ১৩টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি মারেন। তিনি আউট হতেই মধ্যপ্রদেশ ইনিংস আর খুব বেশি এগোয়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও স্বস্তিতে নেই বিদর্ভ। বোলিং ওপেন করেন প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া আবেশ খান। ইনিংসের তৃতীয় ওভারেই অথর্ব তাইডেকে ফেরান আবেশ। দ্বিতীয় দিন ৪ ওভার ব্যাট করে ১ উইকেটে ১৩ রান বিদর্ভর। মধ্যপ্রদেশ এখনও এগিয়ে ৬৯ রানে।