India vs Pakistan : জোড়া সোনা এল না, পাকিস্তানের কাছে হার ভারতের

IBSA World Games: পুরুষদের ক্রিকেটে এজবাস্টনে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সামনেই এশিয়া কাপ। ২ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তার আগে এই ম্যাচে আগ্রহ ছিল।

India vs Pakistan : জোড়া সোনা এল না, পাকিস্তানের কাছে হার ভারতের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 12:19 AM

বার্মিংহ্যাম: লক্ষ্য ছিল জোড়া ট্রফির। ভারতের সেই স্বপ্ন পূরণ হল না। বার্মিংহ্যামে চলছে দৃষ্টিহীনদের বিশ্ব গেমস। বিশ্ব গেমসের ক্রিকেটে ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারতের মহিলা ও পুরুষ ক্রিকেট দল। এজবাস্টনে দৃষ্টিহীনদের ক্রিকেটে পুরুষদের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। তবে পুরুষদের ক্রিকেটে পাকিস্তানের কাছে হার ভারতের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দিনের প্রথম ম্যাচটি ছিল মেয়েদের। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্য়বধানে হারিয়ে ইতিহাস ভারতীয় মহিলা ক্রিকেট দলের। টি-টোয়েন্টি ম্যাচ। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। ২০ ওভারে তাদের মাত্র ১১৪-৮ স্কোরেই আটকে রাখে ভারত। বৃষ্টির কারণে ভারতের রান তাড়ায় লক্ষ্য পরিবর্তন হয়। ভারতের প্রয়োজন ছিল ৪২ রান। ৩.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইন্টারন্য়াশনাল ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশনের বিশ্ব গেমসে ক্রিকেটের অভিষেক হল। প্রথম বারই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

পুরুষদের ক্রিকেটে এজবাস্টনে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সামনেই এশিয়া কাপ। ২ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তার আগে এই ম্যাচে আগ্রহ ছিল। পুরুষদের দৃষ্টিহীন ক্রিকেটের ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারতীয় দল। জবাবে ২ উইকেট হারিয়েই সোনার লক্ষ্যে পৌঁছয় পাকিস্তান। ৮ উইকেটের বড় জয়। ভারতের মেয়েরা সোনার পদক জিতলেও পুরুষদের রুপোতেই সন্তুষ্ট থাকতে হল।