India vs Australia: ‘দাদা’দের আক্ষেপ মেটানোর মঞ্চ, আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয়ের লক্ষ্যে ভারত

ICC Under-19 World Cup: এ বারের বিশ্বকাপে একটিও ম্যাচ হারেনি উদয় সাহারণের নেতৃত্বাধীন ভারত। এই টিমে তিনি একাই নন। ম্যাচ উইনার অনেক। পুরো টুর্নামেন্টে নজর কেড়েছেন মুশির খান। দুটো সেঞ্চুরিও রয়েছে। সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচ এবং প্রবল চাপের মুহূর্তে ৯৬ রানের অনবদ্য ইনিংস সচিন দাসের। ক্যাপ্টেনের সঙ্গে ম্যাচ জেতানো জুটিও গড়েন। তেমনই আদর্শ সিং, আর্শিন কুলকার্নি, আরাবল্লী অবনীশরাও ব্যাট হাতে অবদান রেখেছেন।

India vs Australia: 'দাদা'দের আক্ষেপ মেটানোর মঞ্চ, আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয়ের লক্ষ্যে ভারত
Image Credit source: ICC
Follow Us:
| Updated on: Feb 11, 2024 | 7:30 AM

বেনোনি: দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ। ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া। আক্ষেপটা আজও কাটেনি। অনূর্ধ্ব ১৯ হোক কিংবা সিনিয়র বিশ্বকাপ। এরপরও চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু সেই আক্ষেপ? যা বেড়েছে সিনিয়র স্তরে গত দুটি আইসিসি টুর্নামেন্টেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল। আজ বেনোনির উইলমোর পার্কে যেন দাদাদের আক্ষেপ মেটানোর মঞ্চ ভারতের ভবিষ্যৎ প্রজন্মের। সামনে সেই অস্ট্রেলিয়া। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সালটা ২০০৩। দক্ষিণ আফ্রিকার মাটিতেই হয়েছিল সিনিয়র বিশ্বকাপ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটারে ভরা ভারত ফাইনালে উঠেছিল। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ‘দাদা’র বিশ্বকাপ আক্ষেপ কাটেনি। অতীত ভুলে যান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দু-বার ফাইনালে উঠেছে ভারত। উদ্বোধনী সংস্করণে নিউজিল্যান্ড এবং গত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হার। সেই ক্ষত গম্ভীর হয়েছে গত বছরের শেষ দিকে।

ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। লক্ষাধিক দর্শক ভর্তি স্টেডিয়ামে ফাইনাল। ট্রফির হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল। এতগুলো আক্ষেপের প্রত্যাশা মেটানোর চাপ বিশাল। যদিও এ যেন ক্রিকেট প্রেমীদের তৈরি করা। যুবরা কি এতকিছু ভাবছে? সম্ভবত না। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে সফল ভারত। সব মিলিয়ে নবম বার ফাইনালে। পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। এই নিয়ে টানা পাঁচ বার ফাইনালেও।

এ বারের বিশ্বকাপে একটিও ম্যাচ হারেনি উদয় সাহারণের নেতৃত্বাধীন ভারত। এই টিমে তিনি একাই নন। ম্যাচ উইনার অনেক। পুরো টুর্নামেন্টে নজর কেড়েছেন মুশির খান। দুটো সেঞ্চুরিও রয়েছে। সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচ এবং প্রবল চাপের মুহূর্তে ৯৬ রানের অনবদ্য ইনিংস সচিন দাসের। ক্যাপ্টেনের সঙ্গে ম্যাচ জেতানো জুটিও গড়েন। তেমনই আদর্শ সিং, আর্শিন কুলকার্নি, আরাবল্লী অবনীশরাও ব্যাট হাতে অবদান রেখেছেন।

বোলিং আক্রমণের কথা ভুললে চলবে না। বিশেষ করে নতুন বলে রাজ লিম্বানির কথা। তিনি শুরুটা দুর্দান্ত করেন। আর বাঁ হাতি স্পিনার সৌম্য পান্ডের কথা না বললেই নয়। যাঁকে জুনিয়র জাডেজাও বলা হচ্ছে। নিখুঁত লাইন লেন্থ, গতির হেরফেরে একের পর এক উইকেট। সঙ্গে মুশির খান, মুরুগান অভিষেক, নমন তিওয়ারিরাও রয়েছেন। সামনে ভয়ঙ্কর অস্ট্রেলিয়া। একটা রুদ্ধশ্বাস ফাইনালের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

ভারত বনাম অস্ট্রেলিয়া, দুপুর ১.৩০, স্টার স্পোর্টসে সম্প্রচার, ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং