Anderson on Babar : হান্ড্রেডে অবিক্রিত বাবর আজম, বড় বিবৃতি অ্যান্ডারসনের
The Hundred : পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও একই মত দিয়েছেন। জিমি অ্যান্ডারসনের কথার সঙ্গে এক মত তিনি।
লন্ডন : তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্য়াটার মানা হয় বাবর আজমকে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন পাকিস্তানের এই ব্য়াটার। এ বার অবিক্রিতই থেকে গেলেন ইংল্য়ান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে। যা অনেকের কাছে অবাক করার মতোই। তাঁকে কি পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে না? ইংল্য়ান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এমনটাও মনে করছেন। কিন্তু এটা কারণ না হলে! দ্য় হান্ড্রেডে সুযোগ পাচ্ছেন না বাবর আজম, এ যেন বিশ্বাসই করতে পারছেন না ইংল্য়ান্ডের পেসার জিমি অ্যান্ডারসন। তাঁর কথায় সহমত পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও। বাবর আজমকে নিয়ে কী বললেন জিমি অ্যান্ডারসন? বিস্তারিত TV9Bangla-য়।
দ্য় হান্ড্রেডে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে কোনও দল না নেওয়ায় জিমি অ্যান্ডারসন বলেছেন, ‘বাবর আজমকে নেওয়ার জন্য় দ্বিগুণ খরচ করতে পারি। এমনকি বাজেটের সমস্তটা খরচা করতে পিছপা হতাম না। একটা জিনিস নিয়েই আমি ভাবছি, ওকে পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে কিনা। হতে পারে সে কারণেই ওকে নেওয়া হয়নি।’ দ্য় হান্ড্রেডের ড্রাফ্টে বাবর আজমের রিজার্ভ প্রাইস ছিল ১ লক্ষ পাউন্ড। তাঁকে নিতে এগিয়ে আসেনি কোনও দলই।
I agree with @jimmy9 . I would have done the same. I really wonder why the best T20 player in the world went unsold at The Hundred. pic.twitter.com/giKMLdRRt0
— Shoaib Akhtar (@shoaib100mph) April 1, 2023
পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও একই মত দিয়েছেন। জিমি অ্যান্ডারসনের কথার সঙ্গে এক মত তিনি। শোয়েব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জিমির সঙ্গে আমি একমত। আমিও একই জিনিস করতাম। কোনও ভাবেই বুঝে পাচ্ছি না, বাবর আজম কী ভাবে হান্ড্রেডে অবিক্রীত থাকে।’ গত বারের হান্ড্রেডে বাবর আজমের রিজার্ভ প্রাইস ছিল ১ লক্ষ ২৫ হাজার পাউন্ড। বাবর আজমের মতো তাঁর সতীর্থ মহম্মহ রিজওয়ানও কোনও টিম পাননি হান্ড্রেডে। তবে পাকিস্তানের দুই পেসার শাহিন আফ্রিদি এবং হ্য়ারিস রউফকে নিয়েছে ওয়েলস ফায়ার।