ILT20 Season 2: নারিন, রাসেল সহ একঝাঁক তারকা; কাদের রিটেন করা হল দেখে নিন

Sunil Narine-Andre Russel: যে তারকা প্লেয়ারদের রিটেন করা হয়নি তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম মইন আলি, ভানুকা রাজাপক্ষ। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের পাশাপাশি চলবে বিগ ব্যাশ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগও।

ILT20 Season 2: নারিন, রাসেল সহ একঝাঁক তারকা; কাদের রিটেন করা হল দেখে নিন
Image Credit source: ILT20
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 7:00 AM

এ বছর শুরু হয়েছিল নতুন দুটি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ এবং ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ। ক’দিন পরই শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে পরের মরসুমের জন্য রিটেনশন লিস্ট ঘোষণা করে দিল ফ্র্যাঞ্চাইজিগুলি। সুনীল নারিন, আন্দ্রে রাসেল সহ এক ঝাঁক তারকা ক্রিকেটারকে রিটেন করা হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইএলটি২০ লিগের উদ্বোধনী মরসুমে চ্যাম্পিয়ন হয়েছে গাল্ফ জায়ান্টস। রানার্স হয়েছিল ডেজার্ট ভাইপার্স। এই দুই ফ্র্যাঞ্চাইজি বেশির ভাগ ক্রিকেটারকেই ধরে রেখেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সও ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে দল কিনেছে। তারাও পরবর্তী মরসুমের জন্য বেশির ভাগ ক্রিকেটারকেই রেখে দিয়েছে।

নতুন বছর ১৩ জানুয়ারি শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণ। যে তারকা প্লেয়ারদের রিটেন করা হয়নি তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম মইন আলি, ভানুকা রাজাপক্ষ। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের পাশাপাশি চলবে বিগ ব্যাশ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগও।

জায়ান্টের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এক বিবৃতিতে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এগারো জন প্লেয়ারকে রিটেন করার। সাপোর্ট স্টাফের টিমও একই রাখার চেষ্টা হয়েছে। একই দল ধরে রাখলে সাফল্যের সম্ভাবনা বেশি বলেই মনে করি। তবে আমাদের যে আরও উন্নতির প্রয়োজন রয়েছে এ কথা অস্বীকার করার জায়গা নেই।’

গত বারের রানার্স ভাইপার্সের ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি বলেন, ‘আগামী মরসুমের জন্য প্লেয়ার রিটেনশনের ক্ষেত্রে যে বিষয়টায় আমাদের মূল নজর ছিল, তা হল কার্যত একই দল ধরে রাখা। গত বার এই প্লেয়াররাই আমাদের ফাইনালে তুলেছিল। তাদের ওপরই ভরসা রাখতে চেয়েছি।’