IND vs ENG: এক ম্যাচ খেলেই বাদ! রাজকোটে ইংল্যান্ডের একাদশে বিরাট পরিবর্তন

India vs England 3rd Test: হায়দরাবাদে প্রথম টেস্টে এক পেসার তিন স্পিনারে বোলিং কম্বিনেশন সাজিয়েছিলেন বেন স্টোকস। স্পিনারদের সহযোগিতায় ছিলেন প্রাক্তন অধিনায়ক জো রুটও। তেমনই পেস বোলিং প্রয়োজন পড়লে বিকল্প ছিলেন অধিনায়ক বেন স্টোকসও। যদিও স্টোকসের বোলিং করার প্রয়োজন পড়েনি। সেই ম্যাচে এক মাত্র পেসার হিসেবে খেলেছিলেন মার্ক উড। তাঁকেও বেশি ওভার বোলিং করানো হয়নি।

IND vs ENG: এক ম্যাচ খেলেই বাদ! রাজকোটে ইংল্যান্ডের একাদশে বিরাট পরিবর্তন
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 14, 2024 | 5:35 PM

রাজকোটের পিচ কেমন হবে, আগের দিনই ইঙ্গিত দিয়েছিলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। তাঁর অনুমান, রাজকোটে র‌্যাঙ্ক টার্নার হবে না। প্রথম দু-ম্যাচে র‌্যাঙ্ক টার্নার না হলেও স্পিনারদের জন্য বেশ সুবিধা ছিল। বিশেষ করে হায়দরাবাদ টেস্টের কথা বলা যায়। সেখানে কিন্তু প্রথম দিনই বড় টার্ন আদায় করে নিয়েছেন স্পিনাররা। সমস্যায় পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। শুধু তাই নয়, বোলিংয়ের ক্ষেত্রেও প্রথম দু-ম্যাচে ভারতের তুলনায় ইংল্যান্ড স্পিনাররা সফল। রাজকোটের পিচে ব্যাটিং সহায়ক হতে পারে। পেসারদের জন্য কিছুটা হলেও সুবিধা পাবে। সে কথা মাথায় রেখেই একাদশে বড় রদবদল ইংল্যান্ডের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হায়দরাবাদে প্রথম টেস্টে এক পেসার তিন স্পিনারে বোলিং কম্বিনেশন সাজিয়েছিলেন বেন স্টোকস। স্পিনারদের সহযোগিতায় ছিলেন প্রাক্তন অধিনায়ক জো রুটও। তেমনই পেস বোলিং প্রয়োজন পড়লে বিকল্প ছিলেন অধিনায়ক বেন স্টোকসও। যদিও স্টোকসের বোলিং করার প্রয়োজন পড়েনি। সেই ম্যাচে এক মাত্র পেসার হিসেবে খেলেছিলেন মার্ক উড। তাঁকেও বেশি ওভার বোলিং করানো হয়নি। বিশাখাপত্তনমে মার্ক উডকে বিশ্রাম দেওয়া হয়েছিল। একমাত্র পেসার হিসেবে খেলেছিলেন জেমস অ্যান্ডারসন। অভিষেক হয়েছিল তরুণ অফস্পিনার শোয়েব বশিরের।

প্রথম দু-ম্যাচের মতো রাজকোটেও একদিন আগেই একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। এক ম্যাচ খেলেই বাদ শোয়েব বশির। একাদশে ফিরেছেন মার্ক উড। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, রাজকোটে পাটা পিচ। সে কারণেই এক স্পিনার কমিয়ে পেসার আনা হল। ইংল্যান্ডের ঘোষিত একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।