IND vs ENG: হার্টলের অভিষেক হচ্ছে উপ্পলে, জোড়া বাঁ হাতি স্পিনার কেন ইংল্যান্ডের টিমে?
India vs England 1st Test: রেহান আহমেদ, জ্যাক লিচ, টম হার্টলের মতো স্পিনারদের নিয়েই বোলিং সাজাচ্ছে ইংল্যান্ড। ল্যাঙ্কাশায়ারের বাঁ হাতি স্পিনার হার্টলে ২০টা প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ৪০ উইকেট। সেই হার্টলের টেস্ট অভিষেক হতে চলেছে ভারতের বিরুদ্ধে। ২৪ বছরের স্পিনার ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্টে নামার জন্য মুখিয়ে রয়েছেন। গত বছর পাকিস্তান সফরে লেগস্পিনার রেহানের অভিষেক হয়েছিল। একটা ইনিংসে ৪৮ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট।
হায়দরাবাদ: প্রথম দিন থেকেই বল ঘুরবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। ভারতের বিরুদ্ধে সফরের প্রথম টেস্টে নামার আগে উপ্পলের বাইশ গজ সংশয় যতই রাখুক, একটা ব্যাপার পরিষ্কার করে দিয়েছে। বল ঘুরবেই। ইংল্যান্ড তাই স্পিনারদেরই অগ্রাধিকার দিতে চলেছে। বোলিং কম্বিনেশন কী হওয়া উচিত ব্রেন্ডন ম্যাকালামের টিমের? চার স্পেশালিস্ট বোলার নিয়ে প্রথম টেস্ট খেলতে নামবেন বেন স্টোকসরা। মার্ক উড একমাত্র পেসার। সিনিয়র পেস বোলার জেমস অ্যান্ডারসন বাদ পড়তে চলেছেন টিম থেকে। তিন স্পিনার থাকছেন টিমে। তাঁরা কারা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রেহান আহমেদ, জ্যাক লিচ, টম হার্টলের মতো স্পিনারদের নিয়েই বোলিং সাজাচ্ছে ইংল্যান্ড। ল্যাঙ্কাশায়ারের বাঁ হাতি স্পিনার হার্টলে ২০টা প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ৪০ উইকেট। সেই হার্টলের টেস্ট অভিষেক হতে চলেছে ভারতের বিরুদ্ধে। ২৪ বছরের স্পিনার ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্টে নামার জন্য মুখিয়ে রয়েছেন। উইজডেনকে দেওয়া ইন্টারভিউতে হার্টলে বলেছেন, ‘ভারতে এর আগে একবারই এসেছি। এখানকার পিচে অনেক কিছু থাকে। ফ্লাইট বা অন্য কিছু নিয়ে বিশেষ ভাবতে হয় না। বলটা ঠিক জায়গায় রাখতে পারলে পিচই কাজ করে দেবে। কাউন্টিতে পিচ খুব ফ্ল্যাট হয়। ফলে স্পিনারদের অনেক বেশি কার্যকর ভূমিকা নিতে হয়। নিজেদের মেলে ধরতে হয়। ভারতে সেটা দরকার পড়ে না।’
হার্টলের সঙ্গে ইংল্যান্ড টিমে আরও এক বাঁ-হাতি স্পিনার হিসেবে টিমে থাকছেন অভিজ্ঞ জ্যাক লিচও। কেন জোড়া বাঁ হাতি নিয়েছে ইংল্যান্ড? বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা দেখেই এই সিদ্ধান্ত। বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ৮ বার করে আউট হয়েছেন বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাও ৭বার আউট হয়েছেন। শ্রেয়স আইয়ার, শুভমন গিল ৬বার ফিরেছেন বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে।
গত বছর পাকিস্তান সফরে লেগস্পিনার রেহানের অভিষেক হয়েছিল। একটা ইনিংসে ৪৮ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। ভারতের পিচেও তিনি কার্যকর ভূমিকা নিতে পারবেন, এমনই মনে করছে টিম ম্যানেজমেন্ট। সঙ্গে থাকছেন জো রুট। গত ভারত সফরে আহমেদাবাদ টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন। এই স্পিনার দিয়েই কাজ সারতে চাইছেন স্টোকস।
প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলে, মার্ক উড, জ্যাক লিচ।