IND vs ENG: পার্টটাইম বোলার খুঁজছে ভারত! প্র্যাক্টিসে তেমনই ইঙ্গিত

India vs England Test Series: হায়দরাবাদ টেস্টে তিন স্পিনার এক পেসার কম্বিনেশন সাজিয়েছিল ইংল্যান্ড। তার কারণ, পার্টটাইম দুটি বোলিং বিকল্প রয়েছে ইংল্যান্ডের। জো রুট পার্টটাইম হলেও দক্ষ স্পিনার। আর পেস বোলিংয়ে অধিনায়ক বেন স্টোকস রয়েছেন। ভারতীয় শিবিরে এই বিকল্প কম। ব্যাটাররা বোলিং করেন না। হায়দরাবাদে ভারতের কম্বিনেশনে তিন অলরাউন্ডার ছিলেন রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন। বিশাখাপত্তনমে পাওয়া যাবে না রবীন্দ্র জাডেজাকে।

IND vs ENG: পার্টটাইম বোলার খুঁজছে ভারত! প্র্যাক্টিসে তেমনই ইঙ্গিত
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 01, 2024 | 12:03 AM

কলকাতা: ব্যাটিং নিয়ে ভাবতে গেলে বোলিং কম্বিনেশন দুর্বল হয়ে যাচ্ছে। একই পরিস্থিতি বোলিং নিয়ে ভাবতে গেলেও। রবীন্দ্র জাডেজা ছিটকে যাওয়ায় ভারতের কম্বিনেশন আরও ভারসাম্য হারিয়েছে। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে মাত্র ২৮ রানে হার। জাডেজার পাশাপাশি দ্বিতীয় টেস্টে নেই লোকেশ রাহুলও। ফর্মে নেই শুভমন গিল, শ্রেয়স আইয়াররা। স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে ভারতীয় শিবির। ব্যাটিং বিভাগ বেশি শক্তিশালী করা হবে না বোলিং! ভারসাম্য আসতে পারে পার্টটাইম বোলিংয়ের বিকল্প থাকলেও। তারই খোঁজে ভারত! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হায়দরাবাদ টেস্টে তিন স্পিনার এক পেসার কম্বিনেশন সাজিয়েছিল ইংল্যান্ড। তার কারণ, পার্টটাইম দুটি বোলিং বিকল্প রয়েছে ইংল্যান্ডের। জো রুট পার্টটাইম হলেও দক্ষ স্পিনার। আর পেস বোলিংয়ে অধিনায়ক বেন স্টোকস রয়েছেন। ভারতীয় শিবিরে এই বিকল্প কম। ব্যাটাররা বোলিং করেন না। হায়দরাবাদে ভারতের কম্বিনেশনে তিন অলরাউন্ডার ছিলেন রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন। বিশাখাপত্তনমে পাওয়া যাবে না রবীন্দ্র জাডেজাকে।

দ্বিতীয় টেস্টের আগে প্র্যাক্টিসে দেখা গেল, বোলাররা যেমন ব্য়াটিং করছেন তেমনই ব্যাটাররা বোলিং করছেন। যশস্বী জয়সওয়াল দীর্ঘ সময় বোলিং করেন। হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েছিলেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। না হলে ভারতের হারের ব্যবধান আরও বেশি হতে পারত। বোলিংয়েও সেই বিকল্প প্রয়োজন।

যশস্বী, শুভমনরা একেবারেই বোলিং পারেন না তা নয়। তবে নিয়মিত প্র্যাক্টিস কিংবা ম্যাচে বোলিং না করায় ‘বিকল্প’ হয়ে উঠতে পারেননি। বিশাখাপত্তনম টেস্টে প্রয়োজনে যশস্বীও হাত ঘোরাবেন কিনা, সেটাই দেখার।