PM Narendra Modi: ‘যারা জনতাকে লুটেছে, তাদেরও অর্থ ফেরাতে হচ্ছে’, ২২ হাজার কোটি ফিরিয়ে এনেছে ইডি, প্রশংসা প্রধানমন্ত্রীর
WITT 2025: এ দিন ইডির কাজের প্রশংসা করে বলেন, "যে সংস্থাটিকে দিনরাত অপব্যবহার করা হত, তারা এখনও পর্যন্ত ২২ হাজার কোটি টাকা উদ্ধার করে এনেছে এবং দেশের জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে।"

নয়া দিল্লি: প্রতারণা করে কেউ আর পালাতে পারে না। জনগণের চুরি করা টাকাও ফেরানো হচ্ছে নাগরিকদের কাছে। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র কনক্লেভে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতির বিরুদ্ধে ইডি কী পদক্ষেপ করছে এবং সরকার কী নীতি গ্রহণ করেছে, তা নিয়েই আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদী।
এ দিন ইডির কাজের প্রশংসা করে বলেন, “যে সংস্থাটিকে দিনরাত অপব্যবহার করা হত, তারা এখনও পর্যন্ত ২২ হাজার কোটি টাকা উদ্ধার করে এনেছে এবং দেশের জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। গত ১০ বছরে তার সরকার অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে, যার কারণে দেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।”
প্রধানমন্ত্রী মোদী বলেন, ইডির প্রচেষ্টাতেও এখন পর্যন্ত ২২ হাজার কোটি টাকা উদ্ধার করা হয়েছে, যা দুর্নীতি ও কেলেঙ্কারির করে জনসাধারণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সরকার দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং এখন পর্যন্ত কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
তিনি আরও বলেন, “যারা আগে জনসাধারণকে লুট করত, এখন তাদের একই টাকা ফেরত দিতে হচ্ছে। যারা জনতাকে লুটেছে, তাদেরও চুরি করা অর্থ ফেরাতে হচ্ছে। ইডি ২২ হাজার কোটিরও বেশি অর্থ উসুল করেছে। নাগরিকদের কাছে সেই টাকা ফেরানো হচ্ছে।”
বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “আগের সরকারগুলিতে দুর্নীতি খুব সাধারণ ছিল, কিন্তু এখন কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইডি এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে এবং দুর্নীতিবাজরা তাদের অন্যায়ের জন্য শাস্তি পাচ্ছে। আগামী বছরগুলিতেও সরকার একই কঠোরতার সঙ্গে স্বচ্ছতা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেবে।”





