Zak Crawley on Bazball: বিশাখাপত্তনমে ‘বাজবল’ হবে? ইংল্যান্ড ওপেনার যা বলছেন…

India vs England Test Series: হায়দরাবাদ টেস্টে নজর কেড়েছে ইংল্যান্ডের ব্যাটিং-বোলিং। বিশেষ করে বলতে হয় ওলি পোপের কথা। দ্বিতীয় ইনিংসে তাঁর ১৯৬ রানই পার্থক্য গড়ে দেয়। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। চোট আঘাত হলে আলাদা বিষয়। ভারতীয় শিবিরে অবশ্য উল্টো চিত্র। চোটে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল। মনে করা হচ্ছে, জাডেজার জায়গায় খেলানো হতে পারে কুলদীপ যাদবকে।

Zak Crawley on Bazball: বিশাখাপত্তনমে 'বাজবল' হবে? ইংল্যান্ড ওপেনার যা বলছেন...
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 31, 2024 | 9:40 PM

কলকাতা: ভারতের মাটিতে আদৌ বাজবল সম্ভব কিনা, এই নিয়ে প্রশ্ন ছিলই। হায়দরাবাদ টেস্টে সেই অর্থে বাজবল দেখা যায়নি। কোনও নির্দিষ্ট সেশনে, কিংবা বলা ভালো কয়েক ওভারের ব্যবধানে ইংল্যান্ডের রান রেট ভালো ছিল। একই ভাবে প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালও ৭৪ বলে ৮০ রান করেন। ধারাভাষ্যকাররা বলছিলেন, বাজবলের পরিবর্তে জ্যাজবল চলছে! বিশাখাপত্তনমেও স্পিন সহায়ক পিচ হবে, এমনটাই প্রত্যাশিত। তার আগে ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি জানিয়েছেন, বাজবল তাঁদের সহজাত খেলা! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের মাটিতে ১-০ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে ওপেনার জ্যাক ক্রলি বলছেন, ‘বাজবল আমাদের সহজাত খেলা। বেশির ভাগ সময়ই আমরা আগ্রাসী ক্রিকেট খেলে থাকি। ইংল্যান্ড দলে প্রথম যখন সুযোগ পাই, মানসিকতা অন্য ছিল। তখন ভাবতাম, একটু সময় নিয়ে দীর্ঘ ইনিংস খেলব। পরবর্তীতে বুঝলাম, শুধু আমারই নয়, দলের অনেকের মধ্যে আগ্রাসী ক্রিকেট সহজাত।’

হায়দরাবাদ টেস্টে নজর কেড়েছে ইংল্যান্ডের ব্যাটিং-বোলিং। বিশেষ করে বলতে হয় ওলি পোপের কথা। দ্বিতীয় ইনিংসে তাঁর ১৯৬ রানই পার্থক্য গড়ে দেয়। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। চোট আঘাত হলে আলাদা বিষয়। ভারতীয় শিবিরে অবশ্য উল্টো চিত্র। চোটে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল। মনে করা হচ্ছে, জাডেজার জায়গায় খেলানো হতে পারে কুলদীপ যাদবকে।

লোকেশ রাহুলের জায়গায় সরফরাজ কিংবা রজত পাতিদারের মধ্যে কোনও একজনের অভিষেক হবে। তবে বিরাট কোহলিকে ছাড়া ভারতীয় ব্যাটিংয়ের যা হাল, তাতে দু-জনকে খেলানো হলেও অবাক হওয়ার নেই।