IND vs AUS, WTC : ওভালে WTC ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, এই মাঠ কার পয়া!
WTC FINAL 2023 : ঘটনাক্রমে এই ভেনুতে আরও একজনের ব্যাটিং পারফরম্যান্স খুুবই ভালো। তিনি ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। ওভালে ডাবল সেঞ্চুরি, সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে। এই ভেনুতে তাঁর ব্যাটিং গড় ১১০.৭৫।
কলকাতা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ সমাপ্তির পথে। গ্রুপ পর্বের শেষ দিনে আজ নামছে চারটি দল। মুম্বই ইন্ডিয়ান্স খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। তেমনই ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এ বারও প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল গুজরাট টাইটান্স। শনিবার দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফ এবং শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংসও। তৃতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সুপার সানডে-তে প্লে-অফের লড়াইয়ে তিনটি দল। জায়গা খালি একটি। ২৮ মে আইপিএল ফাইনাল। এরপরই লাল-বলের ক্রিকেটে মাতবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ৭-১১ জুন লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে নিয়েছিল ভারতীয় দল। টানা দ্বিতীয় বার ফাইনালে ভারত। ওভালে সামনে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভেনু লন্ডন ওভালে ভারত এবং অস্ট্রেলিয়ার পারফরম্যান্স কেমন? বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
লন্ডন ওভালে ভারত কিংবা অস্ট্রেলিয়া কারও জন্যই সুখের ভেনু নয়। সদ্য দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে ভারত। বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে জিতেছে ভারত। তবে ওভালের পিচে ভারত কিংবা অস্ট্রেলিয়া কাউকেই এগিয়ে পিছিয়ে রাখা যাবে না। টেস্ট ক্রমতালিকায় শীর্ষ দুই দল WTC ফাইনালে মুখোমুখি হবে। ওভালের পরিসংখ্যান অবশ্য কাউকেই আশ্বস্ত করছে না। ওভালে ভারত খেলেছে ১৪টি টেস্ট। এর মধ্যে জয় মাত্র দুটি টেস্টে। পাঁচটি হার এবং সাতটি টেস্ট ড্র হয়েছে।
অস্ট্রেলিয়ার জন্যও বিশেষ খুশির কিছু নেই। পরিসংখ্যান অবশ্য তাই বলছে। অস্ট্রেলিয়া এই মাঠে খেলেছে ৩৮টি টেস্ট। এর মধ্যে জয় মাত্র ৭টি। হার ১৭টি ম্যাচে। বাকি ১৪টি ম্যাচ ড্র রাখতে সমর্থ হয়েছে। ২০২১ সালের ইংল্যান্ড সফরে ওভালে খেলেছিল ভারত। ইংল্যান্ডকে ১৫৭ রানের বড় ব্যবধানে হারায়। ৪০ বছরের ব্যবধানে ওভালে জয়ের স্বাদ পেয়েছিল ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ারকে পাচ্ছে না ভারত। চোটের কারণে ছিটকে গিয়েছেন তিন তারকা লোকেশ রাহুল, জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ওভালে একই টেস্টে লোকেশ রাহুল ১৪৯ এবং ঋষভ পন্থ ১১৪ রান করেছিলেন। এই দু-জনকেই ফাইনালে পাচ্ছে না ভারত।
তেমনই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলা যায়, ২০১৫ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ও ৪৬ রানের বড় ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছিলেন স্টিভ স্মিথ। বিদেশি প্লেয়ারদের মধ্যে ওভালে পরিসংখ্যানে অনেকটা এগিয়ে স্টিভ স্মিথ। ওভালে তাঁর ব্যাটিং গড় ৯৭.৭৫। তিনটি টেস্ট খেলেছেন এই ভেনুতে। ঘটনাক্রমে এই ভেনুতে আরও একজনের ব্যাটিং পারফরম্যান্স খুবই ভালো। তিনি ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। ওভালে ডাবল সেঞ্চুরি, সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে। এই ভেনুতে তাঁর ব্যাটিং গড় ১১০.৭৫।