Rinku Singh: ‘আমি ম্যাচ জেতানোয় অভ্যস্ত’, রিঙ্কুর জাতীয় দলে ডাক সময়ের অপেক্ষা?

KKR, IPL 2023: পাঁচ বছর ধরে কেকেআর দলের সদস্য হলেও এই প্রথম রিঙ্কুর নজরে আসা। নিজেকে একেবারে বদলে ফেলেছেন।

Rinku Singh: 'আমি ম্যাচ জেতানোয় অভ্যস্ত', রিঙ্কুর জাতীয় দলে ডাক সময়ের অপেক্ষা?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2023 | 12:36 PM

কলকাতা: ফের কেকেআরের সঙ্কটমোচন হলেন রিঙ্কু সিং (Rinku Singh)। শেষ ওভারে দলের ত্রাতা হলেন তিনিই। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে কেকেআরকে যেমন জেতালেন তেমনই চলতি আইপিএলে প্লে অফের দৌড়ে টিকিয়ে রাখলেন কলকাতাকে। পঞ্জাব কিংসের ৭ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স (KKR vs PBKS) শেষ ওভারে চাপে পড়ে যায়। উল্টোদিকে অর্শদীপ সিং। সেই পরিস্থিতি থেকে কেকেআরকে জিতিয়ে ফের বাজিগর আলিগড়ের রিঙ্কু। ইডেনের গ্যালারিতে তখন রিঙ্কু…রিঙ্কু ধ্বনি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কার পর সোমবার কলকাতার মাঠে পঞ্জাবের বিরুদ্ধেও শেষ ওভারের হিরো রিঙ্কু। আলিগড়ের রিঙ্কু সিং এখন ‘ফিনিশার রিঙ্কু’ বলে পরিচিত। চাপের মুখে যাঁর মাথা ঠান্ডা ঠান্ডা কুল কুল। আইপিএলের (IPL 2023) এই পারফরম্যান্সের জোরে কি জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারবেন রিঙ্কু? কেকেআর তারকাকে নিয়ে আশাবাদী তাঁর ছেলেবেলার কোচ। বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে। 

আইপিএলে ম্যাচ ফিনিশিং স্কিল দেখানো রিঙ্কুর জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। তৈরি হচ্ছে জল্পনা। প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। ২০২৩ আইপিএলে চমকে দেওয়া রিঙ্কুরও সেই প্রত্যাশা পূরণ হবে? ছাত্রকে নিয়ে আশাবাদী ছোটবেলার কোচ মাসুদ উজ জাফর আমিনি। News18 Cricketnext-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এখন রিঙ্কু যে পর্যায়ে রয়েছে তাতে অনায়াসে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। টিম ইন্ডিয়ার হয়ে ওকে খেলতে দেখার বাসনা রয়েছে। সারা আলিগড় এই দিনটির অপেক্ষা করছে।”

পাঁচ বছর ধরে কেকেআর দলের সদস্য হলেও এই প্রথম রিঙ্কুর নজরে আসা। নিজেকে একেবারে বদলে ফেলেছেন। তাই ম্যাচের পর বলে দিলেন, শেষ বল নিয়ে বেশি ভাবনা ছিল না তাঁর। ম্যাচ জিতিও নির্বিকার রিঙ্কুর কথায়, “শেষ বল নিয়ে ভাবিনি। এমনকী যখন আমি ছক্কা হাঁকিয়েছিলাম (গুজরাটের বিরুদ্ধে) তখনও ভাবিনি। নিজের প্রতি বিশ্বাস ছিল যে ম্যাচ ফিনিশ করতে পারব। এতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কখনও ব্যাটিং অর্ডারের ৫, ৬ বা ৭ নম্বরে নেমে খেলতে হয়। সেভাবেই নিজেকে প্রস্তুত রাখি।”