India vs Australia: ‘মিশন ইমপসিবল’! চ্যাম্পিয়ন হতে রেকর্ড গড়তে হবে ভারতীয় ব্যাটিংকে

ICC Under-19 World Cup Final: ফাইনালের মঞ্চ বরাবরই আলাদা। যুব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ভারত। এই নিয়ে নবম বার ফাইনাল খেলছে তারা। সব মিলিয়ে পাঁচ বার চ্যাম্পিয়ন। টানা পঞ্চম ফাইনালও খেলছে। চোখ বন্ধ করে ভারতকে ফেভারিট বলা যায়। কিন্তু ছয় নম্বর ট্রফির ক্ষেত্রে একটা বাধা আসছে। পরিসংখ্যান।

India vs Australia: 'মিশন ইমপসিবল'! চ্যাম্পিয়ন হতে রেকর্ড গড়তে হবে ভারতীয় ব্যাটিংকে
Image Credit source: ICC
Follow Us:
| Updated on: Feb 11, 2024 | 5:45 PM

বেনোনি: দক্ষিণ আফ্রিকায় এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এখনও অবধি সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ভারত। শুরুর দিকে বিশাল স্কোরও গড়েছে। কিন্তু ফাইনালের মঞ্চ বরাবরই আলাদা। যুব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ভারত। এই নিয়ে নবম বার ফাইনাল খেলছে তারা। সব মিলিয়ে পাঁচ বার চ্যাম্পিয়ন। টানা পঞ্চম ফাইনালও খেলছে। চোখ বন্ধ করে ভারতকে ফেভারিট বলা যায়। কিন্তু ছয় নম্বর ট্রফির ক্ষেত্রে একটা বাধা আসছে। পরিসংখ্যান। যুব বিশ্বকাপ ফাইনালের মঞ্চে সর্বাধিক ২৪২ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। ভারতকে ষষ্ঠ ট্রফি জিততে হলে এই রেকর্ড ভাঙতে হবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

উইলমোর পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক হিউ ওয়েবেন। ভারতকে দ্রুতই ব্রেক থ্রু দেন রাজ লিম্বানি। নতুন বল এবং তাঁর দক্ষতা এই বিশ্বকাপে বারবার প্রমাণ করেছেন রাজ। ফাইনালের মঞ্চেও অন্যথা হল না। যদিও হ্যারি ডিক্সন ও অধিনায়কের জুটি হয়। অস্ট্রেলিয়া মিডল ও লোয়ার অর্ডারের বেশ কয়েকজন সেট হয়েও বিশাল স্কোর গড়তে ব্যর্থ। হাফসেঞ্চুরি করেন হরজস সিং। শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে অস্ট্রেলিয়া।

ভারতের ডান হাতি পেসার রাজ লিম্বানি ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। বাঁ হাতি পেসার নমন তিওয়ারি নিয়েছেন ২ উইকেট। সৌম্য পান্ডে ও মুশির খানের ঝুলিতে একটি করে উইকেট। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ২৪২ রান তাড়া করে জয়ের নজির ইংল্যান্ডের। ১৯৯৮ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল তারা। ভারতের লক্ষ্য ২৫৪। এই ম্যাচে জিতে বিশ্বকাপের পাশাপাশি রেকর্ডেরও সুযোগ ভারতের।