IND vs ENG: বিরাট কোহলি নেই, প্রথম টেস্টে ভারতের একাদশ কী হতে পারে?
India vs England Test Series: দক্ষিণ আফ্রিকায় পেস বাউন্সি উইকেটে রাহুলে ভরসা হলেও দেশের মাটিতে স্পেশালিস্ট কিপারই খেলানোর লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সঙ্গে রাহুলকে কী ভাবে একাদশে রাখা যায় সেই ভাবনাও ছিল। তাঁর ব্যাটিং দলের সম্পদ। বিরাট কোহলি না থাকায় অঙ্কটা যেন কিছুটা সহজ হল। এখনও অবধি ভারতের যা স্কোয়াড, বড়সড় রদবদল না হলে টপ থ্রি-তে রোহিত, যশস্বী এবং শুভমন গিল।

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু বৃহস্পতিবার। দু-দলই সোমবার অনুশীলন করেছে। আজও হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন রয়েছে। তারপরই হয়তো চিত্রটা আরও একটু পরিষ্কার হবে। বোর্ডের তরফে সোমবারই নিশ্চিত করা হয়েছে, ব্যক্তিগত কারণে প্রথম দু-ম্যাচে পাওয়া যাবে না বিরাট কোহলিকে। তাঁর পরিবর্তও দ্রুতই ঘোষণা করবে বোর্ড। বর্তমান স্কোয়াড থেকেই বেছে নেওয়া হতে পারে হায়দরাবাদ টেস্টের একাদশ। বিরাট না থাকায় যেন লাইফলাইন পেলেন ভারতীয় টিমের অনেকেই! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিরাট কোহলি যে কোনও প্রতিপক্ষর কাছেই ফ্যাক্টর। ইংল্যান্ড শিবির কিছুটা হলেও স্বস্তিতে থাকবে। বিরাট কোহলি সেট হয়ে গেলে বড় ইনিংস খেলতে পারেন, এ বিষয়ে স্বচ্ছ ধারনা রয়েছে ইংল্যান্ডের। কেরিয়ারে সাতটি ডাবল সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির। এর মধ্যে একটি ইংল্যান্ডের বিরুদ্ধেই। ২০১৬ সালে ওয়াংখেড়ে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫ রানের ইনিংস বিরাট কোহলির। তিনি না থাকায় যেমন ইংল্যান্ড শিবির স্বস্তিতে, তেমনই ভারতীয় শিবিরেও কারও কাছে ‘স্বস্তি’ হতে পারে।
দেশের মাটিতে টেস্ট সিরিজ। স্পিন সহায়ক পিচ হবে, এমনটাই প্রত্যাশিত। ভারতের স্কোয়াডে চারজন স্পিনার রয়েছে। এর মধ্যে ধরে নেওয়া যায় রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার খেলা নিশ্চিত। তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের মধ্যে কোনও একজন। তবে ভারতীয় শিবিরে সবচেয়ে বেশি ভাবনার জায়গা উইকেট কিপিং। দক্ষিণ আফ্রিকা সফরে ‘টেস্ট কিপার’ হিসেবে অভিষেক হয় লোকেশ রাহুলের। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর কাছে এই ভূমিকা নতুন নয়। দক্ষিণ আফ্রিকায় টেস্টেও ভরসা দিয়েছেন। যদিও দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট মিলে পাঁচ দিনেরও কম সময়ে শেষ হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় পেস বাউন্সি উইকেটে রাহুলে ভরসা হলেও দেশের মাটিতে স্পেশালিস্ট কিপারই খেলানোর লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সঙ্গে রাহুলকে কী ভাবে একাদশে রাখা যায় সেই ভাবনাও ছিল। তাঁর ব্যাটিং দলের সম্পদ। বিরাট কোহলি না থাকায় অঙ্কটা যেন কিছুটা সহজ হল। এখনও অবধি ভারতের যা স্কোয়াড, বড়সড় রদবদল না হলে টপ থ্রি-তে রোহিত, যশস্বী এবং শুভমন গিল। চার ও পাঁচে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের খেলার সম্ভাবনা প্রবল। কিপার হিসেবে দেখা যেতে পারে প্রথম বার সুযোগ পাওয়া ধ্রুব জুরেলকে।
বিরাট থাকলে শুভমন গিল অথবা শ্রেয়স আইয়ারের মধ্যে কাউকে বসিয়ে লোকেশ রাহুলকে খেলানো হতে পারত। আপাতত এত কিছু ভাবতে হবে না টিম ম্যানেজমেন্টকে। তবে মিডল অর্ডারের শক্তি বাড়াতে চেতেশ্বর পূজারার মতো প্লেয়ারকে স্কোয়াডে ফেরানো হলে, সে ক্ষেত্রে বেঞ্চে বসিয়ে রাখা কঠিন। মনে করা হচ্ছে, বিরাট কোহলির পরিবর্ত হিসেবে কোনও তরুণ প্লেয়ারকেই বেছে নেওয়া হতে পারে।





