Mark Wood: ভারতে এসেই ‘আজব’ রেকর্ড ইংল্যান্ড পেসার মার্ক উডের
India vs England 1st Test: ভারতে টেস্ট হলে একই দিনে দুটো ইনিংস নতুন নয়। ইংল্যান্ডকে ২৪৬ রানে অলআউট করে ভারত। রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন ৩টি করে উইকেট নেন। অক্ষর প্যাটেল নিয়েছেন ২ উইকেট। স্পিনারদের রাজত্বে অনবদ্য বোলিং জসপ্রীত বুমরার। দুটি উইকেট তাঁর ঝুলিতে। বেন স্টোকসকে ক্লিন বোল্ড করে ইংল্যান্ড ইনিংসের ইতি টানেন বুমরাই। ম্যাচের প্রথম দিন ভারতকে ২৩ ওভার ব্যাট করতে হয়েছে। ১ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নিয়েছে ভারত।
কলকাতা: ঠিক রেকর্ড বলা যায় কি? যেতেই পারে। কেরিয়ারে প্রথম বার যখন হল, রেকর্ডই বলা ভালো। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। হায়দরাবাদে প্রথম টেস্টে তিন স্পিনার এবং এক পেসারে বোলিং কম্বিনেশন বেছে নিয়েছে ইংল্যান্ড। পেসার প্রয়োজন পড়লে অধিনায়ক বেন স্টোকস বোলিং করবেন। তেমনই বাড়তি স্পিনার প্রয়োজন হলে বিকল্প রয়েছেন জো রুট। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ছোট ছোট জুটি এবং অধিনায়ক স্টোকসের ৭০ রানের অনবদ্য ইনিংসের সৌজন্যে ২৪৬ রান করে ইংল্যান্ড। এরপরই রেকর্ড মার্ক উডের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতে টেস্ট হলে একই দিনে দুটো ইনিংস নতুন নয়। ইংল্যান্ডকে ২৪৬ রানে অলআউট করে ভারত। রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন ৩টি করে উইকেট নেন। অক্ষর প্যাটেল নিয়েছেন ২ উইকেট। স্পিনারদের রাজত্বে অনবদ্য বোলিং জসপ্রীত বুমরার। দুটি উইকেট তাঁর ঝুলিতে। বেন স্টোকসকে ক্লিন বোল্ড করে ইংল্যান্ড ইনিংসের ইতি টানেন বুমরাই। ম্যাচের প্রথম দিন ভারতকে ২৩ ওভার ব্যাট করতে হয়েছে। ১ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নিয়েছে ভারত।
ভারতীয় ইনিংসের সূচনা করেন যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। প্রথম বল ফেস করেন যশস্বীই। ইংল্যান্ডের হয়ে বোলিং ওপেন করেন মার্ক উড। কেরিয়ারে ৩০টির বেশি টেস্ট খেললেও কোনও দিন বোলিং ওপেন করেননি তিনি। মূলত প্রথম কিংবা দ্বিতীয় পরিবর্ত হিসেবেই আক্রমণে আসতেন। ভারতের বিরুদ্ধে এক ফ্রন্টলাইন পেসার খেলানোয় মার্ক উডকেই বোলিং ওপেন করতে হয়। কেরিয়ারে প্রথম বার টেস্টে বোলিং ওপেন সুখকর হল না। বাউন্ডারি মেরে তাঁকে স্বাগত জানান ভারতের তরুণ বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল।
একদিক থেকে মার্ক উড শুরু করলেও উল্টোদিকে অভিষেককারী বাঁ হাতি স্পিনার টম হার্টলিকে আনা হয়। মার্ক উডকে মাত্র ২ ওভারই বোলিং করানো হয়েছে। বাকি ২১ ওভার করেছেন তিন স্পিনার টম হার্টলি, জ্যাক লিচ এবং রেহান আহমেদ।